
ছবি : মেসেঞ্জার
লক্ষ্মীপুরের রায়পুরে বৈদ্যুতিক লাইনে কাজ করতে গিয়ে আরিফুর রহমান (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কেরোয়া ইউনিয়নের কেরোয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আরিফ ওই এলাকার নুরুল আমিনের ছেলে।
স্থানীয়রা জানায়, নিজ বাড়ির বিদ্যুৎ লাইনে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন আরিফ। পরে তাকে উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইয়াছিন ফারুক মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।
মেসেঞ্জার/শিবলু/আপেল