ছবি : মেসেঞ্জার
গোপালগঞ্জে আল আরাফাহ ইসলামী ব্যাংকের ২১৭ তম শাখার উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৯ ফেব্রুয়ারী) দুপুরে জেলা শহরের বাবলা টাওয়ারের ২য় তলায় ফিতা কেটে এ ব্যাংকের ২১৭তম শাখার উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সামাদ লাবু। আল আরাফাহ ইসলামী ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর. চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনীয় অনুষ্ঠানে ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান সেলিম রহমান, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আব্দুস সালাম, বোর্ড অডিট কমিটির চেয়ারম্যান মো. আব্দুল হামিদ মিয়া, পরিচালক আহামেদুল হক, লিয়াকত আলী চৌধুরী, মো. আনোয়ার হোসেন, মো. রফিকুল ইসলাম, টুঙ্গিপাড়া পৌর সভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল বক্তব্য রাখেন।
এসময় আল আরাফাহ ইসলামী ব্যাংকের গোপালগঞ্জ শাখার ম্যানেজার, কর্মকর্তা, ব্যাবসায়ী ও গণ্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, এ ব্যাংক জেলার অর্থনীতিতে ভুমিকা রাখার পাশাপাশি গ্রাহকেরা সহজে তাদের টাকা জমা ও ঋণ নিতে পারবেন। সেইসাথে অর্থনৈতিক নিরাপত্তা পাবেন। সর্বাধুনিক সকল ব্যাংকিং পরিষেবা নিয়ে ব্যাংটি গোপালগঞ্জের উন্নয়নে সহযোগী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
মেসেঞ্জার/বাদল/শাহেদ