
ছবি : মেসেঞ্জার
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হলুদবাড়ি গ্রামে অন্যদের জমি দখল করে নাসির গ্রুপকে রাস্তা হিসেবে লিজ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে জমির মালিক সহ এলাকাবাসী।
সোমবার (১৯ ফেব্রয়ারি) বিকেলে আল্লারদর্গা হলুদবাড়ি গ্রামে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আল্লারদর্গা বাজার কমিটির সাবেক সভাপতি মঞ্জুরুল হক মানিকের সভাপতিত্বে কয়েকশত এলাকাবাসী উপস্থিত ছিলেন।
মানববন্ধনে মঞ্জরুল হক মানিক বলেন, লিজ দিয়েছে আলতাফ হোসেন আর নিয়েছে বিড়ি ফ্যক্টরির ফারুক সাহেব। জমির মূল মালিক পাকু, রঞ্জিত, তনজিত, মোক্তার, মসলেম, স্বপন, আলীরাজ আর রশিদের জমি। সে(আলতাফ) এই জমির মালিক না, সে এই জমি নিজের বলে লিজ দিয়ে টাকা নিয়ে চলে গিয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।
জমির মালিক রঞ্জিতের ছেলে বুলবুল ও মসলেম উদ্দিনের ছেলে সুজন আলী বলেন, আমরা ৪-৫ টা পরিবার আছি, এই জমি আমাদের। আলতাফ ভাই কিভাবে আমাদের জমি ফ্যাক্টরির কাছে লিজ দিয়ে টাকা নিয়ে ঢাকায় চলে গেল। আমরা এর বিচার চাই, কিভাবে অন্যের জমি সে লিজ দিয়ে চলে যায়। এই ঘটনার তদন্ত করে সঠিক বিচার চাই।
এ ব্যপারে আলতাফ হোসেনের বক্তব্য নিতে তার ব্যবহৃত মোবাইল ফোন নাম্বারে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। এমনকি মোবাইলে ম্যাসেজ করলেও তিনি সাড়া দেননি।
নাসির গ্রুপের কর্মকর্তা ফারুক হোসেনের বক্তব্য নিতে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করার পরেও তার বক্তব্য পাওয়া যায়নি।
মেসেঞ্জার/তুহিন/শাহেদ