ছবি : মেসেঞ্জার
সাতক্ষীরার কলারোয়া এসিল্যান্ড (সহকারী কমিশনার-ভূমি) অফিসে মিলল অজ্ঞাত যুবকের লাশ।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে চলার পথে পথচারীরা ভূমি অফিসের সামনের মাঠে ওই লাশ পড়ে থাকতে দেখেন। তাৎক্ষণিক কেউ ওই লাশকে শনাক্ত বা নাম পরিচয় জানাতে পারেনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
তবে ভূমি অফিসে সেবা নিতে আসা এক নারী জানান, 'মৃত ব্যক্তির নাম সুজন, বাড়ি কয়লায়। অনেক আগেই তার মা-বাবার বিচ্ছেদ হওয়ায় সে নানা বাড়ি বদ্দিপুর গ্রামে থাকতো। পরে সে মাদকাসক্ত হয়ে পড়ে এবং নানার বাড়ি থাকতো না। বাজারের বিভিন্ন সড়কের পাশে ও মসজিদের সামনে মানুষের কাছে ভিক্ষাবৃত্তি করতো। তারা সমস্ত শরীরে ঘা।'
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, 'যুবকটি অসুস্থ ছিল, সম্ভবত নেশা করতো। তার পেটের নিচে টিউটমার ছিল, সেটা ফেটে গেছে। স্বাভাবিকভাবেই অসুস্থ জনিত কারণে সে মারা গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার স্বজনদের সাথে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। স্বজনদের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।'
মেসেঞ্জার/আসাদ/শাহেদ