ঢাকা,  শনিবার
২৭ জুলাই ২০২৪

The Daily Messenger

রাঙামাটিতে মালবাহী ট্রাক খাদে, আহত ৩

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: ১৪:১৫, ২২ ফেব্রুয়ারি ২০২৪

আপডেট: ১৪:২৯, ২২ ফেব্রুয়ারি ২০২৪

রাঙামাটিতে মালবাহী ট্রাক খাদে, আহত ৩

ছবি : মেসেঞ্জার

রাঙামাটি জেলা শহরের শিল্পকলা একাডেমি এলাকায় পার্কিংয়ের সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবাহী ট্রাক খাদে পড়েছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছে; যাদের একজনের অবস্থা গুরুতর।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটেছে। আহতরা হলেন- মনির হোসেন (৩৮) কবীর হোসেন (২৩) ও শ্রমিক মো. নুরুজ্জামান (২৫)।

রাঙামাটির ট্রাফিক পুলিশ সার্জেন্ট মো. আবুল হাসনাত বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, মালবাহী ট্রাকটি পার্কিংয়ের সময় নিয়ন্ত্রণ হারিয়ে পেছনের খাদে পড়ে তিনজন আহত হয়েছে। তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক।

আহত তিনজনের মধ্যে দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত একজন চট্টগ্রামে পাঠানোর হবে বলে জানিয়েছে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক। 

মেসেঞ্জার/সুপ্রিয়/শাহেদ