ঢাকা,  শনিবার
১২ অক্টোবর ২০২৪

The Daily Messenger

পতিতাসহ গ্রেপ্তার হওয়া শ্রমিকলীগ নেতাকে পদ থেকে অব্যাহতি 

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: ২১:১০, ২২ ফেব্রুয়ারি ২০২৪

পতিতাসহ গ্রেপ্তার হওয়া শ্রমিকলীগ নেতাকে পদ থেকে অব্যাহতি 

ছবি : সংগৃহীত

 

লক্ষ্মীপুরের কমলনগরে অসামাজিক কার্যকলাপের অভিযোগে পতিতাসহ গ্রেপ্তার হওয়া শ্রমিকলীগ নেতা মনির আহম্মদ মহিনকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে কমলনগর উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোশারফ হোসেন রাসেল সাধারণ সম্পাদক সালাউদ্দিন দোলনের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

কমলনগর উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোশারফ হোসেন রাসেল জানান, বুধবার (২১ ফেব্রুয়ারি) রাতে জরুরী সভা ডাকা হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী দলীয় গঠনতন্ত্র পরিপন্থী অনৈতিক কার্যকলাপ জড়িত থাকায় মনিরকে দল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মনির হাজিরহাট ইউনিয়ন শ্রমিক লীগের আহ্বায়ক ছিলেন। তিনি একই ইউনিয়নের চর জাঙ্গালীয়া গ্রামের ফয়েজ আহমদ ব্যপারী বাড়ির মৃত খোকনের ছেলে।

জানা গেছে, মনির বাড়িতে মহিলা এনে পতিতাবৃত্তি করে আসছিলেন। এলাকাবাসীর অভিযোগে মনিরসহ জনকে রোববার (১৮ ফেব্রুয়ারি) রাতে আটক করে পুলিশ।

পরদিন পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে তাদের লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠায় পুলিশ।

মেসেঞ্জার/শিবলু/আপেল