
ছবি : সংগৃহীত
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় সাবেক স্ত্রী হাবিবা আক্তারকে (২৭) শ্বাসরোধ করে হত্যা করেছে সাবেক স্বামী।
বৃহস্পতিবার দিবাগত রাতের উপজেলার ধাপ সুখানপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাবিবা আক্তার ওই এলাকার বাবলু প্রামাণিকের মেয়ে।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনাতন চন্দ্র সরকার এসব তথ্য নিশ্চিত করেছেন।
সনাতন চন্দ্র সরকার বলেন, চলতি বছরের জানুয়ারি মাসে সাবেক স্বামী মাফুনের সঙ্গে হাবিবা আক্তারের বিচ্ছেদ হয়। তাদের ৬ বছরের একটি ছেলে সন্তান আছে। তাদের বিচ্ছেদ হলেও একই এলাকায় দুইজন আলাদা আলাদা ভাড়া বাসায় বসবাস করতেন।
বৃহস্পতিবার রাতের কোন এক সময় মাফুন হাবিবার ঘরে কৌশলে প্রবেশ করে। কথা-কাটাকাটি হলে একপর্যায়ে হাবিবা আক্তারকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায় মাফুন। পরে স্বজনেরা সকালে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনাতন চন্দ্র সরকার জানান, হাবিবা আক্তার হত্যাকান্ডে তার বাবা বাদি হয়ে হত্যা মামলা করেছেন। পলাতক সাবেক স্বামী মাফুনকে গ্রেপ্তার করতে পুলিশ তৎপরতা চালাচ্ছে।
মেসেঞ্জার/আলমগীর/আপেল