ঢাকা,  শনিবার
২৭ জুলাই ২০২৪

The Daily Messenger

৪ ঘণ্টা পর গাজীপুর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১৩:৪৪, ২৪ ফেব্রুয়ারি ২০২৪

আপডেট: ১৩:৫৯, ২৪ ফেব্রুয়ারি ২০২৪

৪ ঘণ্টা পর গাজীপুর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

ছবি : সংগৃহীত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে টানা ৪ ঘণ্টা পর বেলা পৌনে ১২টায় যান চলাচল স্বাভাবিক হয়েছে। গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নারী পোশাক শ্রমিকের মৃত্যুর জেরে মহাসড়ক অবরুদ্ধ করে রাখে বিক্ষুব্ধ শ্রমিকরা। এতে করে মহাসড়কের উভয় পাশে সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। পরে বেলা পৌনে ১২টায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে মহাসড়ক থেকে বিক্ষুব্ধ শ্রমিকদের সরিয়ে নেয়।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৮টার মহাসড়ক পার গাজীপুর সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপায় পোশাকশ্রমিক মুনিরা বেগম (৩০) নিহত হয়। এ ঘটনার জেরে আশপাশের কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় তারা কয়েকটি গাড়ি ভাঙচুর ও সিটি করপোরেশনে ময়লার গাড়িতে আগুন লাগিয়ে দেয়।

জানা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘদিন ধরে বিআরটিএর প্রকল্পের কাজ চলমান থাকায় মহাসড়কের মাঝে থাকা ডিভাইডার উঠিয়ে দেওয়া হয়েছে। যার কারণে পুরো সড়কের সব স্থান দিয়েই সড়ক পারাপার হওয়া যায়। এতে সড়ক পার হতে গিয়ে প্রায় প্রাণহানির ঘটনা ঘটেছে।

মেসেঞ্জার/ফারদিন