ঢাকা,  শনিবার
২৭ জুলাই ২০২৪

The Daily Messenger

মাগুরায় পুড়ে যাওয়া গবাদিপশুর শোকে কৃষকের মৃত্যু

মাগুরা প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৩৪, ২৪ ফেব্রুয়ারি ২০২৪

মাগুরায় পুড়ে যাওয়া গবাদিপশুর শোকে কৃষকের মৃত্যু

ছবি : মেসেঞ্জার

মাগুরার মহম্মদপুরে অগ্নিকাণ্ডে ৫টি গবাদি পশুর মৃত্যুর ঘটনায় শোকে গৃহকর্তা ময়েন উদ্দিন মোল্যা (৬৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি মহম্মদপুর উপজেলার বাবুখালি ইউনিয়নের চর মাধবপুর গ্রামের মৃত আয়েন উদ্দিন মোল্যার ছেলে।

প্রতিবেশিরা জানায়, মশার কামড় থেকে রক্ষা করতে ময়েন মোল্যা নিয়মিত গোয়ালঘরে কয়েল জ্বালিয়ে রাখেন।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে সেই কয়েল থেকে গোয়ালঘরে আগুন লেগে যায়। এতে দ্রুত আগুন ছড়িয়ে পড়লে দগ্ধ হয়ে একটি গাভী চারটি ছাগলের মৃত্যু হয়।

এই ঘটনার পরে ময়েন মোল্যা অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। রাত একটার দিকে সেখানেই তার মৃত্যু হয়। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকেরা ধারণা করছেন।

নিহত ময়েন উদ্দিনের ছেলে নিপুল মোল্যা জানান, অগ্নিকাণ্ডের ফলে তাদের প্রায় লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে বলে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উল ইসলাম।

মেসেঞ্জার/বাসার/আপেল