ঢাকা,  বুধবার
০৬ নভেম্বর ২০২৪

The Daily Messenger

পটুয়াখালীতে মাদকসহ ২১ মামলার আসামী আটক

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১১:৩৩, ২৭ ফেব্রুয়ারি ২০২৪

পটুয়াখালীতে মাদকসহ ২১ মামলার আসামী আটক

ছবি : মেসেঞ্জার

পটুয়াখালীতে পুলিশের গোয়েন্দা শাখা অভিযানে মো. সোহেল মাদবর (৩২) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ী আটক হয়েছে। এসময় তার কাছ থেকে ৩শ পিচ ইয়াবা এবং একটি মটরসাইকেল উদ্ধার করা হয়েছে। 

আটককৃত সোহেলের বিরুদ্ধে মাদক আইনে আরো ২১ টি মামলা রয়েছে। এছাড়াও তার বাবা শাহ আলম মাদবর, মা, বোন এবং বোন জামাতার নামে অন্তত শতাধিক মাদক মামলা রয়েছে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পৌর শহরের সাত নং ওয়ার্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। পটুয়াখালী গোয়েন্দা পুলিশের ইনচার্জ একেএম আজমল হুদা এমন তথ্য নিশ্চিত করেছেন।

ডিবির ওসি একেএম আজমল হুদা বলেন, আটককৃত সোহেল মাদবর শহরের চিহ্নিত মাদক ব্যবসায়ী। এর পূর্বে মাদকসহ তাকে একাধিবার আটক করে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে। কিন্তু জেল থেকে মুক্ত হয়ে ফের মাদক ব্যবসায় জড়িয়ে পরেন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান ডিবি পুলিশের সদস্যরা। এসময় এসআই সঞ্জিব কুমার সরকারের নেতৃত্বে জেলা প্রশাসকের সরকারী বাসভবনের দক্ষিন পাশে মুল সড়কে মাদক নিয়ে অবস্থানরত সোহেলকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ইয়াবা উদ্ধার করা হয়।

মেসেঞ্জার/ফারদিন