
সাতক্ষীরার আশাশুনি উপজেলার কাপসন্ডায় বার্ষিক সম্মেলন ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শান্তির যুব সংঘের আয়োজনে বৃহস্পতিবার রাতে কাপসন্ডা ফুটবল মাঠে এ বার্ষিক সম্মেলন ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়।
শান্তি যুব সংঘের সভাপতি প্রভাষক হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও খাজরা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এস এম শাহ নেওয়াজ ডালিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওঃ মনসুর আহমেদ, ইউপি সদস্য মফিজুল ইসলাম গাজী, সাইফুল ইসলাম বাচ্চু, খাইরুল ইসলাম, সাবেক ইউপি সদস্য মইনুল ইসলাম, হোসেন আলী, বিশিষ্ট ব্যবসায়ী খালিদ হোসেন সানা, কুদ্দুস সানা, শান্তির সংঘের সহ-সভাপতি মালয়েশিয়া প্রবাসী ফিরোজ হোসেন গাজী, সাধারণ সম্পাদক প্রভাষক ইসমাইল হোসেন, বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী আবু হানিফ সানা, আমানউল্লাহ আমান প্রমুখ। অনুষ্ঠানে এলাকার হতদরিদ্র চারটি পরিবারকে অনুদান হিসাবে ছাগল ও এক ফার্নিচার মিস্ত্রিকে কাঠ ডিজাইন মেশিন প্রদান করা হয়।
এ সময় প্রধান অতিথি বলেন প্রতিটা গ্রামে একটি করে শান্তি যুব সংঘ প্রয়োজন রয়েছে। যেখানে দল-মত নির্বিশেষে এলাকার উন্নয়নে একযোগে কাজ করতে পারবে। এলাকায় এমন একটি ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করায় শান্তি সংঘের আয়োজক কমিটিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান। সাংস্কৃতিক অনুষ্ঠানের আগে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ তাশরিফ পেশ করেন হাফেজ মাওলানা আছাদুজ্জামান আসাদ। পরে ঝিনাইদা প্রত্যাশা শিল্প গোষ্ঠীর পরিবেশনায় ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ধর্মীয় অনুষ্ঠানে এলাকার হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লী ও মা বোনেরা পর্দাসহকারে উপস্থিত ছিলেন।
টিডিএম/আরস