ঢাকা,  রোববার
১৩ অক্টোবর ২০২৪

The Daily Messenger

কক্সবাজারে পৃথক ঘটনায় ছুরিকাঘাতে ২ যুবক নিহত

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৫৫, ২৭ ফেব্রুয়ারি ২০২৪

কক্সবাজারে পৃথক ঘটনায় ছুরিকাঘাতে ২ যুবক নিহত

ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে ছুরিকাঘাত এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছে। অপরদিকে উখিয়াতে আপন চাচাতো ভাইয়ের হাতে জেঠাতো ভাই নিহত। 

নিহত রোহিঙ্গা যুবক টেকনাফের নয়াপাড়া রেজিস্ট্রার্ড ব্লকঃ ডি নূর মোহাম্মদ (৩০) ও উখিয়ার জালিয়া পালং নিদানিয়া আবুল কাসেমের ছেলে ছৈয়দ করিম (৪৬)।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের ডি ব্লক পানির ট্যাংকে এ ঘটনা ঘটে । সেইসাথে একই দিনে সকাল সাড়ে ১০ টার দিকে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের উত্তর নিদানিয়া তেতুলতলা নামক স্থানে এ ঘটনা ঘটেছে বলে বিষয়টি জানা গেছে।

স্থানীয়দের বরাত দিয়ে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ ( ওসি) মুহাম্মদ ওসমান গনি বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের ডি ব্লকে পানির ট্যাংক এলাকায় নূর মোহাম্মদ (৩০) নামের একজন রোহিঙ্গা বাসায় যাওয়ার পথে ডি ব্লকের পানির ট্যাংকের সামনে অজ্ঞাত দুষ্কৃতিকারীরা উক্ত রোহিঙ্গাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। 

পরবর্তীতে আশেপাশের লোকজন উক্ত ব্যক্তিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। 

অপরদিকে, উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের উত্তর নিদানিয়া তেতুলতলা  নামক স্থানে আপন চাচাতো ভাই ছালামত উল্লাহ তার আপন জেঠাতো ছৈয়দ করিমকে ছুরিকাঘাতে করে হত্যা করেছে বলে জানা গেছে। 
নিহত ছৈয়দ করিম(৪৬) উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের নিদানিয়া গ্রামের আবুল কাশেমের ছেলে।

উখিয়া থানার অফিসার ইনচার্জ ( ওসি) মুহাম্মদ শামীম হোসাইন বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে জালিয়াপালং নিদানিয়া গ্রামে আপন চাচাতো ভাই তার জেঠাতো ভাই ছৈয়দ করিমকে ছুরিকাঘাত করলে সে গুরুতর আহত হয়ে পড়েন।

পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। লাশ বর্তমানে সদর হাসাপাতালে রয়েছে।ওসি আরো বলেন,এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানায়।

মেসেঞ্জার/শহিদুল/শাহেদ