ঢাকা,  শনিবার
০৪ মে ২০২৪

The Daily Messenger

রংপুরে অবৈধ চাঁদা আদায়ের কারনে চাকুরীচ্যুত

ক্ষোভ থেকে মোটর মালিক সমিতির যুগ্ম সম্পাদকের গাড়িতে গুলি

রংপুর ব্যুরো

প্রকাশিত: ১৯:৫১, ২৯ ফেব্রুয়ারি ২০২৪

ক্ষোভ থেকে মোটর মালিক সমিতির যুগ্ম সম্পাদকের গাড়িতে গুলি

ছবি : মেসেঞ্জার

মালিক সমিতির নামে অবৈধ চাঁদা আদায়ের জেরে চাকরীচ্যুত করার কারণে রংপুর মোটর মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদকের আফতাবুজামান লিপনের গাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটেছিল। ঘটনায় জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

তারা হলেন- কাওসার আলী, আসাদুল ইসলাম, আহসান হাবীব মিলন হান্নান মিন বাবু।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর মহানগর পুলিশের গোয়েন্দা কার্যালয় প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান উপ-পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন।

তিনি জানান, গ্রেপ্তার কাউসার সুমন রংপুর জেলা মোটর মালিক সমিতির নামে চাদা আদায় করায় সমিতির নেতা লিপন তাদেরকে চাকরিচ্যুত করেন। এতে ক্ষুব্ধ হন তারা। তাদের সাথে যুক্ত হন মালিক সমিতির অন্য আরেকটি পক্ষ। সেখানেই লিপনকে হত্যার সিদ্ধান্ত হয়।

এর অংশ হিসেবে গত ১৮ ফেব্রুয়ারি রাত দশটার দিকে নগরীর মুলাটোল পাকার মাথায় লিপনের গাড়িতে গুলি বর্ষণ করে। ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার না হলে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে দেশীয় বড় চাকু চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।

পুলিশের এই কর্মকর্তা আরো জানান, এই ঘটনার নেপথ্যে কে আছে তা জানতে আসামিদের বিরুদ্ধে আবারও রিমান্ডের আবেদন করা হবে।

মেসেঞ্জার/মাজহারুল/আপেল

dwl
×
Nagad

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 700