ঢাকা,  শনিবার
২৭ জুলাই ২০২৪

The Daily Messenger

গোপালগঞ্জের আলোচিত পূজারী হত্যাকাণ্ডের প্রধান আসামি গ্রেপ্তার

গোপালগঞ্জ প্রতিনিধি:

প্রকাশিত: ১৫:৪৯, ১ মার্চ ২০২৪

আপডেট: ১৭:৫৬, ১ মার্চ ২০২৪

গোপালগঞ্জের আলোচিত পূজারী হত্যাকাণ্ডের প্রধান আসামি গ্রেপ্তার

ছবি : মেসেঞ্জার

গোপালগঞ্জের আলোচিত পূজারী রণজিৎ রায় হত্যাকাণ্ডের প্রধান ও ডাকাতিসহ ১৮ মামলার আসামী মিল্টন খানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে সদর উপজেলার পুখুরিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

আজ শুক্রবার (০১ মার্চ) দুপুরে গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনিচুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনিচুর রহমান জানান, বিগত ২০২৩ সালের ১২ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে চোখে টর্চ লাইটের আলো পড়া নিয়ে আপন দুই ভাই মিল্টন খান এবং শিপন খান নৃশংসভাবে হত্যা করে সদর উপজেলার মানিকহার গ্রামের মন্দিরের ৭৫ বছরের বৃদ্ধ পূজারী রণজিৎ রায়কে। এই হত্যাকাণ্ড ঘটানোর পর আসামী মিল্টন খান এবং শিপন খান পালিয়ে যায়।

দীর্ঘদিন ধরে নানা প্রযুক্তি ব্যবহার করে উপজেলার পুখুরিয়া এলাকা থেকে হত্যাকাণ্ডের প্রধান ও ডাকাতিসহ ১৮ মামলার আসামী মিল্টন খানকে গ্রেপ্তার করা হয়। পরে শুক্রবার (০১ মার্চ) আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়ে দিয়েছে পুলিশ।

মেসেঞ্জার/বাদল/মাহবুব