ঢাকা,  শনিবার
২৭ জুলাই ২০২৪

The Daily Messenger

লোহাগড়ায় মধুমতি ইলেকট্রনিক্স শোরুমের উদ্বোধন

২০ ভাগ লভ্যাংশ দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের কল্যাণে ব্যয় করা হবে

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত: ১৮:১৪, ১ মার্চ ২০২৪

আপডেট: ১৮:৩১, ১ মার্চ ২০২৪

২০ ভাগ লভ্যাংশ দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের কল্যাণে ব্যয় করা হবে

ছবি : মেসেঞ্জার

নড়াইলের লোহাগড়ায় মধুমতি ইলেকট্রনিক্স শোরুমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১ মার্চ) বিকেলে লোহাগড়া বাজারস্থল জয়পুর সড়কে এ শোরুমের উদ্বোধন করেন স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শেখ মোহাম্মাদ আমান হাসান।

এ সময় উপস্থিত ছিলেন- লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা এস এম আক্তার হাসান কচি, মধুমতি ইলেকট্রনিক্স শোরুমের চেয়ারম্যান সেলিম শেখ, ব্যবস্থাপনা পরিচালক ফারদিন শেখ, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়াতুজ্জামান হায়াত, ব্যবসায়ী ফরিদ হোসেন, মোহাম্মদ তিতাস, মাসুদ রানাসহ প্রমুখ।

এ শোরুমে বিভিন্ন ব্যান্ডের টিভি, ফ্রিজ, ফ্যান, মাইক্রোওভেনসহ হরেক রকম ইলেকট্রনিক্স পণ্য পাওয়া যাবে। ক্রেতাদের সুবিধার্থে সারাবছরই কম মুনাফায় পণ্য বিক্রির কথা জানিয়েছেন মধুমতি ইলেকট্রনিক্স শোরুমের উদ্যোক্তা সেলিম শেখ।

তিনি জানান, এই শোরুমের লাভের টাকা থেকে ২০ ভাগ দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের কল্যাণে ব্যয় করা হবে।

মেসেঞ্জার/ফরহাদ/আপেল