ঢাকা,  রোববার
১৩ অক্টোবর ২০২৪

The Daily Messenger

গোপালগঞ্জে হিন্দু সম্প্রদায়ের জমি দখল ও হামলার প্রতিবাদে মানববন্ধন

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৭:১৫, ৩ মার্চ ২০২৪

গোপালগঞ্জে হিন্দু সম্প্রদায়ের জমি দখল ও হামলার প্রতিবাদে মানববন্ধন

ছবি : মেসেঞ্জার

গোপালগঞ্জে হিন্দু সম্প্রদায়ের জমি দখল হামলার প্রতিবাদে মানববন্ধন প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় দোষীদের শাস্তির দাবীতে স্মারকলিপি দেয়া হয়। হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ, কেন্দ্রীয় সার্বজনীন কালীবাড়ী, হিন্দু ছাত্র মহাজোটসহ বিভিন্ন সংগঠন কর্মমসূচী পালন করে।

স্মারকলিপি সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ শহরতলীর চেচানিয়াকান্দি এলাকার নিচুপাড়ার বিনয় হীরার শতাংশ জমি দখলের পায়তারা করে আসছিল প্রতিবেশি শাজাহান কাজী, তার ছেলে আলম কাজীসহ তাদের লোকজন। গত ২৭ ফেব্রুয়ারি জমি দখল করার জন্য বিনয় হীরার তাঁর পরিবার এবং লোকজনের উপর হামলা চালায়। এতে অন্তত ৫০ জন আহত হন।

ঘটনার প্রতিবাদে দোষীদে শাস্তির দাবীতে রোববার ( মার্চ) সকাল ১১টায় স্থানীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কের উপর হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে হিন্দু সম্প্রদায়ের লোকজন। এসময় দোষীদের শাস্তির দাবীতে বিভিন্ন ধরনের লেখা প্লাকার্ড প্রদর্শন করা হয়।

মানববন্ধন চলাকালে হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিদষের সাধারন সম্পাদক দুলাল বিশ্বাস, কেন্দ্রীয় সার্বজানীন কালীবাড়ীর সভাপতি রমেন বিশ্বাস, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নীতিশ রায় বক্তব্য রাখেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসক পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেয়া হয়।

মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, গোপালগঞ্জ জাতির পিতা বঙ্গবন্ধু প্রধানমন্ত্রীর জেলা হওয়া সত্ত্বেও বিভিন্ন সময় হিন্দু সম্প্রদায়ের লোকজন, বাড়ী ঘর উপাসনালয়ে হামলার ঘটনা ঘটছে। যা নিন্দনীয়। দ্রুত এসব ঘটনায় সাথে জড়িতদের গ্রেপ্তার করে বিচারের দাবী জানানো হয়।

মেসেঞ্জার/বাদল/আপেল