ঢাকা,  শনিবার
২৭ জুলাই ২০২৪

The Daily Messenger

পুলিশকে হত্যার দায়ে ডিমলায় সেচ্ছাসেবকদলের সদস্য আটক

নীলফামারী প্রতিনিধি

প্রকাশিত: ২০:০৩, ৪ মার্চ ২০২৪

পুলিশকে হত্যার দায়ে ডিমলায় সেচ্ছাসেবকদলের সদস্য আটক

ছবি : সংগৃহীত

গত বছরের ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষে পুলিশ কনস্টেবল আমিরুল হক পারভেজ হত্যা মামলার অন্যতম আরেক আসামিকে নীলফামারী থেকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার ( মার্চ) ভোরে ডিএমপির ডিবি পুলিশ নীলফামারীর ডিমলা থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে নীলফামারীর ডিমলা উপজেলার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর ইসলামকে (৩৫) গ্রেপ্তার করে।

আলমগীর ডিমলা উপজেলার বাবুরহাট পোষ্ট অফিস মোড়ের আমিরুল ইসলামের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী পুলিশ সুপার গোলাম সবুর।

সুত্রমতে, রাজধানীতে পুলিশ কনস্টেবল আমিরুল হক পারভেজকে পিটিয়ে হত্যার সময় পুলিশের সংগ্রহকৃত ছবিতে ডিমলা উপজেলার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর ইসলামকে স্পষ্টভাবে দেখা গিয়েছে।

তবে এ বিষয়ে ডিএমপির ডিবি পুলিশের পক্ষে নীলফামারী পুলিশ সুপার গোলাম সবুর সাংবাদিকদের জানান, আসামীকে ঢাকায় নেয়া হচ্ছে। সেখানে সংবাদ সম্মেলনে মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, পুলিশ কনস্টেবল আমিরুল হত্যার দিন ২৮ অক্টোবর রাতেই পল্টন থানায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৬৪ জনের নামে মামলা দায়ের করেন ডিবির মিরপুর বিভাগের উপ-পরিদর্শক (এসআই) মাসুক মিয়া।

মেসেঞ্জার/রিপন/আপেল