ঢাকা,  সোমবার
১৬ সেপ্টেম্বর ২০২৪

The Daily Messenger

রংপুরে স্লাব বসাতে গিয়ে মাটি চাপায় ১ শ্রমিক নিহত, আহত ২

রংপুর ব্যুরো

প্রকাশিত: ২০:৩৮, ৪ মার্চ ২০২৪

রংপুরে স্লাব বসাতে গিয়ে মাটি চাপায় ১ শ্রমিক নিহত, আহত ২

ছবি : মেসেঞ্জার

রংপুরের পীরগাছায় গোডাউন কাম বাড়ির ল্যাট্রিণের কুপ খননের সময় মাটিচাপা পড়ে শ্রমিক নিহত এবং জন গুরতর আহত হয়েছে। সোমবার ( মার্চ) বেলা টায় ঘটনা হয় উপজেলার ছাওলা ইউনিয়নের পাওটানা হাট এলাকায়।

পীরগাছা থানার (ওসি) সুশান্ত কুমান জানান, উপজেলার ছাওলা ইউনিয়নের পাওটানা হাট এলাকায় সাইদুল ইসলাম নামের এক ব্যাক্তির গোডাউন কাম বাড়ির ল্যাট্রিনের কুপের জন্য মাটির তৈরি ১১০ টি স্লাব বসানোর চুক্তি নেয় কয়েকজন শ্রমিক।

সোমবার (৪ মার্চ) সকাল থেকে তারা কাজ শুরু করে। দুপুর টার মধ্যে ৫২ টি স্লাব বসানো হয়। এরপর পরই মাটি ধ্বসা শুরু হলে মাটি চাপায় নিচে পড়ে যায় শ্রমিক।

খবর পেয়ে স্থাণীয়দের সহযোগিতায় পুলিশ ফায়ার সার্ভিস তিন জনকে উদ্ধার করে। এরমধ্যে তাম্বুলপুর ইউনিয়নের পালপাড়ার নজরুল ইসলামের পুত্র সাইফুল ইসলাম (৩২) ঘটনাস্থলেই মারা যায়।

আহত দুই শ্রমিক হলেন একই এলাকার গোপাল চন্দ্রের পুত্র জয়ন্ত কুমার (৪০) শাহাবুদ্দিনের পুত্র মিলন মিয়া (৩৫) তাদেকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের অবস্থা গুরুতর।

পীরগাছা ফায়ার সার্ভিস সিভেল ডিফেন্সের উপ-সহকারি পরিচালক বাদশা আলম মাসুদ জানান, ল্যাট্রিনের কুপের স্লাব বসাতে গিয়েই এই ঘটনা ঘটেছে। ল্যাট্রিনের আশেপাশের মাটি খুব নরম ছিল। সেকারণে মাটি ধ্বসের ঘটনা ঘটেছে।

মেসেঞ্জার/মাজহারুল/আপেল

×
Nagad