ঢাকা,  মঙ্গলবার
৩০ এপ্রিল ২০২৪

The Daily Messenger

কিশোরগঞ্জের তিন উপজেলায় ৪৩ প্রার্থীর মনোনয়ন দাখিল

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১২:২২, ১৬ এপ্রিল ২০২৪

কিশোরগঞ্জের তিন উপজেলায় ৪৩ প্রার্থীর মনোনয়ন দাখিল

ছবি : সংগৃহীত

প্রথম ধাপে সারাদেশে ১৫২ টি উপজেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে কিশোরগঞ্জ জেলার মোট ১৩টি উপজেলার তিনটি উপজেলা রয়েছে। উপজেলাগুলো হচ্ছে, কিশোরগঞ্জ সদর, হোসেনপুর ও পাকুন্দিয়া উপজেলা।

এ তিন উপজেলায় চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যান মিলিয়ে মোট ৪৩ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। এদের মধ্যে চেয়ারম্যান প্রার্থী ১৯জন, ভাইস-চেয়ারম্যান ১৭জন ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৭জন রয়েছেন।

কিশোরগঞ্জ সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হিসেবে যারা মনোনয়ন পত্র দাখিল করেছেন তারা হলেন, নাজমুল আলম, বর্তমান চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, মো. আওলাদ হোসেন, বর্তমান ভাইস চেয়ারম্যান মো. আব্দুস সাত্তার। ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা হলেন, আব্দুল জলিল, মো. জোবায়ের আলাম রাজিব, মোহাম্মদ জসিম উদ্দিন, শাহজাহান কবীর, মোহাম্মদ হাফিজ উদ্দিন, মো. আশরাফুল আরিফ, মোখলেছুর রহমান মিতুল, মো. নজরুল ইসলাম, রিফাত উদ্দিন আহমেদ বচ্চন, খালেদ সাইফুল্লাহ সাফাত। মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা হলেন, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মাছুমা আক্তার, তাছলিমা সুইটি তাহমিনা আক্তার নাজমা। 

পাকুন্দিয়া উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হিসেবে যারা মনোনয়ন পত্র দাখিল করেছেন তারা হলেন, বর্তমান চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু, এ কে এম দিদার, এ কে এম হাবিবুর রহমান চুন্নু, আতাউর রহমান, এমদাদুল হক জুটন আতাউল্লাহ সিদ্দিকী মাসুদ, কামাল হোসেন, হাজী মকবুল। ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন, আতাউর রহমান, একেএম ফজলুল হক, আবুল কাশেম, মোহাম্মদ জুয়েল। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন, মোছা. ললিতা বেগম, শামসুন্নাহার আপেল।

হোসেনপুর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হিসেবে যারা মনোনয়ন পত্র দাখিল করেছেন তারা হলেন, বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, শাহ মাহবুবুল হক, মো. নাজমুল আলম, মো. আশরাফ হোসেন, মোস্তাফিজুর রহমান মোবারিছ, এম.এ হালিম, রৌশনারা রুনু। ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা হলেন, নাঈম সুজন, আল-আমিন অপু, শফিউদ্দিন সরকার বাচ্চু। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, ছাবিয়া পারভিন জেনি।

উল্লেখ্য, প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়ন পত্র দাখিলের মেয়াদ শেষ হয়েছে ১৫ এপ্রিল। ১৭ এপ্রিল যাচাই-বাছাই, ২২ এপ্রিল প্রার্থীতা প্রত্যাহার শেষ দিন নির্ধারণ করা হয়েছে। ২৩ এপ্রিল প্রতীক বরাদ্দ এবং ৮ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

মেসেঞ্জার/সাজু/দিশা

dwl
×
Nagad

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 700