ঢাকা,  মঙ্গলবার
২০ মে ২০২৫

The Daily Messenger

ইট দিয়ে জেলা প্রশাসকের গাড়ির গ্লাস ভাংচুর, আটক ১

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: ১৯:১৪, ২২ এপ্রিল ২০২৪

আপডেট: ১৯:২৭, ২২ এপ্রিল ২০২৪

ইট দিয়ে জেলা প্রশাসকের গাড়ির গ্লাস ভাংচুর, আটক ১

ছবি : মেসেঞ্জার

পঞ্চগড়ে জেলা প্রশাসনের নিজস্ব কার্যালয়ে দাঁড়িয়ে থাকা জেলা প্রশাসকের সরকারি গাড়ি'র সামনের গ্লাস ইট দিয়ে ভাংচুরের ঘটনা ঘটেছে। এ অভিযোগে আবু জাফর (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (২২ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার সময় পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ ঘটনাটি ঘটে। আবু জাফর পঞ্চগড় সদরের ধাক্কামারা এলাকার বানিয়াপাড়া যতনপুকুরী গ্রামের সামসুদ্দীন আহম্মেদের ছেলে। পেশায় সে একজন ইজিবাইক চালক বলে জানা গেছে।

স্থানীয় ও প্রশাসনের কর্মকর্তারা জানায়,  ওই যুবক হঠাৎ করে ইট দিয়ে ডিসির পাজেরো স্পোর্টস জীপ গাড়ির সামনের গ্লাসটি ভেঙ্গে দেয়।

তবে কি কারণে গাড়িটি ভাংচুর করেছে তার কোন কারণ জানা যায় নি। অনাকাঙ্খিত এ ঘটনায় স্থানীয়রা ওই যুবককে গাড়ি ভাংচুরের সময় আটক করে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা। 

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) রঞ্জু আহাম্মদ  বলেন, এ ঘটনায় নাজির থানায় এসে লিখিত যে অভিযোগ দায়ের করবে, তার প্রেক্ষিতে মামলা দায়ের হবে।

মেসেঞ্জার/তারেক