ঢাকা,  সোমবার
০৬ মে ২০২৪

The Daily Messenger

উপজেলা নির্বাচনে প্রচারনায় নেমেছে প্রার্থীরা

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত: ২২:১৫, ২৪ এপ্রিল ২০২৪

আপডেট: ২২:২৮, ২৪ এপ্রিল ২০২৪

উপজেলা নির্বাচনে প্রচারনায় নেমেছে প্রার্থীরা

ছবি : মেসেঞ্জার

ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনের প্রথম ধাপে জেলার বরিশাল সদর উপজেলার ১৩ প্রার্থী প্রচারণায় নেমেছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) প্রতীক পেয়েই বুধবার (২৪ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণায় মাঠে নেমেছেন তারা। তীব্র গরম উপেক্ষা করে তারা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে দিচ্ছেন নানান প্রতিশ্রুতি।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বরিশাল সদর উপজেলায় পাঁচ চেয়ারম্যান প্রার্থী, চার ভাইস চেয়ারম্যান প্রার্থী এবং চার মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

বুধবার (২৪ এপ্রিল) বিকেলে বরিশাল সদর উপজেলায় দোয়া মোনাজাতের মাধ্যমে প্রচারণা শুরু করেছেন মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এস এম জাকির হোসেন।

একইভাবে প্রচারণা শুরু করেছে চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল হক খান মামুন (আনারস), মনিরুল ইসলাম ছবি (দোয়াত কলম),  মাহাবুবুর রহমান মধু (ঘোড়া) ও কাপ পিরিচ প্রতীকের আব্দুল  মালেক।

অন্যদিকে ভাইস চেয়ারম্যান পদে জসিম উদ্দিন (তালা), শহিদ মোহাম্মদ শাহনেওয়াজ (উড়োজাহাজ), হাদিস মীর (টিউবয়েল) ও মাহিদুর রহমান মাহাদ (বই) প্রচারণা চালাচ্ছে জোরেশোরে।

অন্যদিকে নারী ভাইস চেয়ারম্যান পদে নেহার বেগম (হাঁস), মারিয়া আক্তার (ফুটবল) ও হালিমা বেগম (কলস) প্রতীকের প্রচারণায় নেমেছে।

চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন বলেন, এ উপজেলার উন্নয়নে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে কাজ করবো। সে লক্ষ্যে প্রচার-প্রচারণায় নেমেছি।

আরেক চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল হক খান মামুন বলেন, উপজেলার জনসাধারণ আমাকে চায়। তাদের সুখে দুখে অতীতের মত ভবিষ্যতেও পাশে থাকতে চাই।

রিটার্নিং অফিসার ও জেলার সিনিয়র নির্বাচন অফিসার ওয়াহিদুল ইসলাম মুন্সি জানান, সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্নে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

এসময় প্রার্থীদের আচরণ বিধি মেনে প্রচারণা চালানোর আহ্বান জানান তিনি। প্রসঙ্গতঃ আগামী ৮ মে বরিশাল সদর ও বাকেরগঞ্জ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

মেসেঞ্জার/পান্থ/তারেক

dwl
×
Nagad

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 700