
ছবি : মেসেঞ্জার
যশোরে সৌদিয়া পরিবহনের বাসের ধাক্কায় নয়ন হোসেন (১৮) নামে সোহাগ পরিবহনের এক হেলপার নিহত হয়েছে। বুধবার (২৪ এপ্রিল) রাত ৯ টার দিকে উপশহর নিউমার্কেটে সোহাগ কাউন্টারের সামনে দুর্ঘটনাটি ঘটে।
নিহত নয়ন বাঘারপাড়া উপজেলার খাজুরা এলাকার আমিনুর রহমানের ছেলে। তার মরদেহ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।
নিহতের বড় ভাই ইমরান জানান, সোহাগ পরিবহনের ওই বাসে তিনি সুপারভাইজার ও তার ছোট ভাই নয়ন হেলপার হিসেবে চাকরি করে। ঘটনার রাতে বেনাপোল থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রীবাহি বাসটি যাচ্ছিলো। পথিমধ্যে উপশহর নিউমার্কেট কাউন্টার থেকে যাত্রী নেয়ার জন্য বাসটি দাঁড়িয়ে ছিলো।
এসময় নয়ন বাসের লাগেজে যাত্রীদের মালামাল উঠানোর কাজ করছিলো। তখন ঢাকাগামী সৌদিয়া পরিবহনের একটি বাম নয়নকে ধাক্কা দেয়। গুরুতর অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সার্জারী ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯ টার দিকে নয়নের মৃত্যু হয়।
সার্জারী বিভাগের চিকিৎসকরা জানান, মাথায় প্রচন্ড আঘাত লাগার কারণে নয়নের মৃত্যু হয়েছে।
মেসেঞ্জার/বিল্লাল/আপেল