ঢাকা,  রোববার
১৩ অক্টোবর ২০২৪

The Daily Messenger

খাগড়াছড়ি ও রাঙামাটিতে ইউপিডিএফের আধাবেলা সড়ক অবরোধ

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ০৯:৪০, ১৫ মে ২০২৪

আপডেট: ১৭:১৩, ১৫ মে ২০২৪

খাগড়াছড়ি ও রাঙামাটিতে ইউপিডিএফের আধাবেলা সড়ক অবরোধ

ছবি : মেসেঞ্জার

চিটাগাং হিল ট্র্যাক্টস রেগুলেশন বা ১৯’শ সালের পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর ডাকে খাগড়াছড়ি রাঙামাটি জেলায় আধাবেলা সড়ক নৌপথ অবরোধ চলছে।

বুধবার (১৫ মে) সকাল টা থেকে শুরু হয়ে অবরোধ চলে দুপুর ১২ টা পর্যন্ত।

অবরোধে খাগড়াছড়ির সাথে ঢাকা, চট্টগ্রাম, রাঙামাটিসহ দেশের বিভিন্ন জেলার দূরপাল্লার বাস ট্রাক চলাচল বন্ধ ছিল।

সকালে খাগড়াছড়ির পানছড়ি, জেলা সদর, রামগড়, দীঘিনালা, গুইমারার ব্যাইল্যাছড়ি, মানিকছড়ি, খাগড়াছড়ি-রাঙামাটি সড়কের কতুকছড়ি, রাঙামাটির সাজেক, ভেদভেদি সহ বিভিন্ন এলাকায় গাছের গুড়ি টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে পিকেটাররা।

ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা জানান, ‘আদালতের মাধ্যমে চিটাগাং হিল ট্র্যাক্টস রেগুলেশন ১৯’শ বাতিল সহ রাজা-হেডম্যান-কার্বারি পদবি বিলোপ এবং পাহাড়িদের প্রথাগত অধিকার হরণের ষড়যন্ত্রের অভিযোগে ইউপিডিএফ অবরোধ কর্মসূচি পালন করছে।’

এদিকে, গত সোমবার রাঙামাটি খাগড়াছড়ির বিভিন্ন স্থানে অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচি থেকে অবরোধ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

খাগড়াছড়ি সদর থানার (ওসি) তানভীর হাসান বলেন, ‘অবরোধে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

কৃষ্ণ কমল আরো বলেন, ‘ঢাকা থেকে ছেড়ে আসা নৈশ কোচগুলো পুলিশী পাহারায় পার করা হয়েছে’।

মেসেঞ্জার/সমির/দিশা/আপেল