ঢাকা,  শনিবার
২৭ জুলাই ২০২৪

The Daily Messenger

কবি নজরুলের জন্মবার্ষিকী উপলক্ষে তিনদিনব্যাপী অনুষ্ঠানমালা

ময়মনসিংহ ব্যুরো

প্রকাশিত: ২১:৪৬, ২২ মে ২০২৪

কবি নজরুলের জন্মবার্ষিকী উপলক্ষে তিনদিনব্যাপী অনুষ্ঠানমালা

ছবি : সংগৃহীত

 

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী কবির স্মৃতিধন্য ময়মনসিংহ জেলার ত্রিশালের দরিরামপুরে প্রতিবছরের ন্যায় বৃহস্পতিবার (২৩ মে) তিনদিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। বছর কবির জন্মবার্ষিকী উদযাপনের প্রতিপাদ্য 'অসাম্প্রদায়িক চেতনা এবং নজরুল'

 সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসন, ময়মনসিংহ কর্তৃক আয়োজিত তিন দিনব্যাপী (২৩-২৫ মে, ২০২৪) অনুষ্ঠানের উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ মহিববুর রহমান।

সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কৃষিমন্ত্রী . মোঃ আব্দুস শহীদ।

দরিরামপুর নজরুল একাডেমী মাঠের সামনে অডিটোরিয়ামে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালা আয়োজন করা হয়েছে। এছাড়াও নজরুল একাডেমীর বিশাল মাঠে নজরুল গ্রামীণ মেলা বইমেলার আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল দশটায় ময়মনসিংহের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্মারক বক্তব্য প্রদান করবেন বিশিষ্ট লেখক নজরুল গবেষক এফ এম হায়াতুল্লাহ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন শরীফ আহমেদ এমপি, ফাহমী গোলন্দাজ (বাবেল) এমপি, বি এম আনিছুজ্জামান এমপি, নিলুফার আনজুম পপি এমপি, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মোঃ শাহ আবিদ হোসেন, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, জেলা আওয়ামী লীগ সভাপতি প্রমূখ।

তিন দিনব্যাপী নজরুল জন্মবার্ষিকীর অনুষ্ঠানমালার সময়সূচী হচ্ছে- ২৩ মে ২০২৪ বৃহস্পতিবার সকাল ১১.৩০টা থেকে দুপুর ১টা বিকাল ৪টা হতে .৩০টা সন্ধ্যা ৭টা হতে রাত ১০টা পর্যন্ত।

২৪ মে ২০২৪ শুক্রবার সকাল ১০টা হতে দুপুর ১টা সন্ধ্যা ৭টা হতে রাত ১০টা পর্যন্ত। ১১ জ্যৈষ্ঠ ১৪৩১ ২৫ মে ২০২৪ সমাপনী দিন শনিবার সকাল ১০টা হতে দুপুর ১টা সন্ধ্যা ৭টা হতে রাত ১০টা পর্যন্ত।

মেসেঞ্জার/নজরুল/আপেল