ঢাকা,  রোববার
১৬ জুন ২০২৪

The Daily Messenger

মাদারগঞ্জে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত 

জামালপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৮:২২, ২৩ মে ২০২৪

আপডেট: ০৮:২৫, ২৩ মে ২০২৪

মাদারগঞ্জে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত 

ছবি : সংগৃহীত

জামালপুরের মাদারগঞ্জ মডেল থানার আয়োজনে বালিজুড়ী বাজারে বিট পুলিশং সমাবেশ অনুষ্ঠিত হয়। বুধবার (২২ মে) বিকালে  "বিট পুলিশং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি" এই প্রতিপাদ্য কে সামনে রেখে মাদক, জুয়া, নারী নির্যাতন, কিশোর গ্যাং, ইভটিজিং বাল্যবিবাহ, অশ্লীলতা, সন্ত্রাস, সাইবার অপরাধ, এবং জঙ্গিবাদ মুক্ত সমাজ গডার লক্ষ্যে বিট পুলিশং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য  রাখেন জামালপুর জেলা পুলিশ সুপার বিপিএম মোঃ কামরুজ্জামান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার ইসলামপুর সার্কেল ও অতিরিক্ত দায়িত্ব মাদারগঞ্জ সার্কেল অভিজিত দাস, মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইযুল ওয়াসীমা নাহাত, মাদারগঞ্জ কমিউনিটি পুলিশিং এর সভাপতি  ও  উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বাবু অরুণ কুমার সাহা, উপজেলা  মুক্তিযোদ্ধা সংসদ  সাবেক কমান্ডার আবু বক্কর সিদ্দিক, মাদারগঞ্জ পৌরসভার  কাউন্সিলর মোঃ শওকত আলী,মাদারগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জাহিদুর রহমান উজ্জ্বল প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন   মাদারগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফিরোজ উদ্দিন। এসময় বিট পুলিশিং সমাবেশ বিভিন্ন শ্রেণী পেসার লোকজন  উপস্থিত ছিলেন।

মেসেঞ্জার/জাহিদুর/আজিজ

Advertisement