ঢাকা,  শনিবার
২৭ জুলাই ২০২৪

The Daily Messenger

হাতিয়ায় অটোরিকশার ধাক্কায় মাদ্রাসা ছাত্রের মৃত্যু

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: ১৬:২১, ২৯ মে ২০২৪

হাতিয়ায় অটোরিকশার ধাক্কায় মাদ্রাসা ছাত্রের মৃত্যু

ছবি : মেসেঞ্জার

দ্বীপ উপজেলা হাতিয়ায় অটোরিকশার ধাক্কায় আবদুল্লাহ আল-আমিন নামে এক মাদ্রাসার ছাত্রের মৃত্যু ঘটনা ঘটেছে। বুধবার (২৯ মে) সকাল সাড়ে দশটায় জাহাজমারা মোক্তারিয়া সড়কে আসাদ নগর এলাকায় দুর্ঘটনা ঘটে।

নিহত আবদুল্লাহ আল-আমিন উপজেলার জাহাজমারা ইউনিয়নের নম্বর ওয়ার্ডের শফিউল্লাহ মেম্বার বাড়ির মো: ফারুকের ছেলে। সে জাহাজমারা মারকাজুল উলুম ওয়াদ্যাওয়া কাউমি মাদ্রাসা ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, বাবার সাথে আজ প্রথম মাদ্রাসায় যায় আব্দুল্লাহ আল আমিন। তাকে রেখে তার বাবা বাড়িতে চলে যায়। ক্লাস চলার ফাঁকে বিরতি দিলে সে পানি পান করতে বাহিরে যায়। পানি পান শেষে রাস্তা পার হওয়ার সময় হঠাৎ দ্রুতগামী একটি বাট্যারি চালিত অটোরিকশা আল আমিনকে ধাক্কা দেয়।

সে গুরুতর আহত অবস্থায় রাস্তায় পড়ে যায়। এসময় তার বাবা তাকে নেওয়ার জন্য মাদ্রাসার দিকে আসতেছিলো। পরে স্থানীয়দের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিসান আহম্মেদ জানান, অটোরিকশার ধাক্কায় আল আমিনের মৃত্যুর সংবাদ পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে গিয়েছে সুরতহাল রিপোর্ট তৈরি করছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী সদরে পাঠানো হবে। আবেদনের পরিপেক্ষিতে পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মেসেঞ্জার/জিল্লুর/আপেল