ঢাকা,  শনিবার
১৪ সেপ্টেম্বর ২০২৪

The Daily Messenger

রাজবাড়ীর চারটি ইউনিয়নে উন্মুক্ত খসড়া বাজেট ঘোষণা

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত: ২০:২৯, ৩০ মে ২০২৪

রাজবাড়ীর চারটি ইউনিয়নে উন্মুক্ত খসড়া বাজেট ঘোষণা

ছবি : মেসেঞ্জার

‘জনগণেন অংশ গ্রহণ, নিশ্চিত করবে উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ী সদর উপজেলার বানিবহ, রামকান্তপুর, শহীদওহাবপুর ও খানখানাপুর ইউনিয়নে ২০২৪-২৫ অর্থ বছরের উন্মুক্ত খসড়া বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভার মধ্য দিয়ে স্বচ্ছতা, জবাবদিহিতা, উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও চাহিদা নিরুপনে জন অংশগ্রহণমূলক আয়োজন করা হয়।

বানিবহ ইউনিয়ন পরিষদ:

সদর উপজেলার বানিবহ ইউনিয়ন পরিষদে ২০২৪-২৫ অর্থ বছরের উন্মুক্ত খসড়া বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে বানিবহ ইউনিয়ন পরিষদের হলরুমে এ সভার আয়োজন করা হয়। বানিবহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোছা: শেফালী আক্তারের সভাপতিত্বে উন্মুক্ত খসড়া বাজেট ঘোষণা করেন মোহাম্মদ সিরাজুর রহমান।

খসড়া বাজেট সভায় ২০২৪-২৫ অর্থ বছরের মোট আয় ২ কোটি ২০ লক্ষ ২২ হাজার ৬৮০টাকা ও মোট ব্যয় ২ কোটি ১৬ লক্ষ ৬৮ হাজার ১৫৭ টাকা ধরা হয়েছে। এতে করে উদ্বৃত্ত ৩ লক্ষ ৫৪ হাজার ৫২৩ টাকা ধরা হয়েছে।

সভায় বক্তব্য প্যানেল চেয়ারম্যান ও ৭ নং ওয়ার্ড মেম্বার মো: মজিবুর রহমান, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মো: আব্দুর রশিদ মিয়া, ইউপি সদস্য আব্দুর মমিন, আব্দুর সালাম, কাজী আজিজুল, মোয়াজ্জেম হোসেন, কামরুল ইসলাম, সংরক্ষিত মহিলা সদস্য শাফিয়া বেগম, রেশমা বেগম  বক্তব্য রাখেন।

রামকান্তপুর ইউনিয়ন পরিষদ:

সদর উপজেলার রামকান্তপুর  ইউনিয়ন পরিষদে ২০২৪-২৫ অর্থ বছরের উন্মুক্ত খসড়া বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে রামকান্তপুর  ইউনিয়ন পরিষদের হলরুমে এ সভার আয়োজন করা হয়। রামকান্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: রাজিব মোল্লার সভাপতিত্বে খসড়া বাজেট ঘোষণা করেন শঙ্কর কুমার সরকার।

ইউনিয়নের ২০২৪-২৫ অর্থ বছরের মোট আয় ১ কোটি ৮১ লক্ষ ৯২ হাজার ৭২৯ টাকা ও মোট ব্যয়  ১ কোটি ৭৪ লক্ষ ৫৯ হাজার ৬৬২ টাকা ধরা হয়েছে। এতে করে  উদ্বৃত্ত ৭ লক্ষ ৪০হাজার ৬৭ টাকা ধরা হয়েছে।

অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: আহসান উল্লাহ মিয়া, সাধারণ সম্পাদক মো: আমজাদ হোসেন মোল্লা, ইউপি সদস্য মো: ইব্রাহিম মোল্লা, আজিজুল ইসলাম, নুরু নবী বিশ্বাস, সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শহীদওহাপুর ইউনিয়ন পরিষদ:

সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়ন পরিষদে ২০২৪-২৫ অর্থ বছরের উন্মুক্ত খসড়া বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৫ টায় শহীদওহাবপুর ইউনিয়ন পরিষদ হলরুমে এ বাজেট সভার আয়োজন করা হয়।

শহীদওহাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ ভূইয়ার সভাপতিত্বে খসড়া বাজেট ঘোষণা করেন ইউনিয়ন পরিষদের সচিব মো: শোয়েবুর রহমান রাজিব। জানা গেছে, শহীদওহাবপুর ইউনিয়ন পরিষদের ২০২৪-২৫ অর্থ বছরের মোট আয় ১ কোটি ৩৭ লক্ষ ৬০ হাজার ১৭৩ টাকা ও মোট ব্যয় ১ কোটি ৩৬ লক্ষ ২১ হাজার ৫৭৩ টাকা ধরা হয়েছে। এতে করে খসড়া বাজেটে উদ্বৃত্ত থাকবে ১ লক্ষ ৩৮ হাজার ৬০০ টাকা।

সভায় রাজবাড়ী জেলা বারের এড: মো: নাজমুল হাসান, শহীদওহাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ ফরিদ আহম্মেদ,  ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: হাবিবুর রহমান বাবু,  সদস্য মো: আ: মান্নান খা , মো: মোমিন মোল্লা, মো: আকতার হোসেন, সংরক্ষিত মহিলা সদস্য আয়শা বেগম ও মিরা বেহম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

খানখানাপুর ইউনিয়ন পরিষদ:

রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়ন পরিষদে ২০২৪-২৫ অর্থ বছরের উন্মুক্ত খসড়া বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে খানখানাপুর ইউনিয়ন পরিষদের হলরুমে এ সভার আয়োজন করা হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম ইকবাল হোসেনের সভাপতিত্বে উন্মুক্ত খসড়া বাজেট ঘোষণা করেন ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল আলীম বেপারী।

জানা গেছে, ইউনিয়ন পরিষদের ২০২৪-২৫ অর্থ বছরের মোট আয় ১ কোটি ৯৩ লক্ষ  ২৬হাজার  ৮০টাকা ও মোট ব্যয়  ১ কোটি ৯১ লক্ষ  ৫৩ হাজার ১২০ টাকা ধরা হয়েছে।

এতে উদ্বৃত্ত ১ লক্ষ ৭২ হাজার ৯৬০ টাকা ধরা হয়েছে। এসময় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: সাইদুর রহমান, সদস্য বাশিরুল ইসলাম, সাইফুজ্জামান সাগর, সংরক্ষিত সদস্য বদরুন্নেছা উপস্থিত ছিলেন।

 

মেসেঞ্জার/মাহফুজুর/তারেক

×
Nagad