ঢাকা,  বুধবার
১৬ জুলাই ২০২৫

The Daily Messenger

গালে চুমু ও স্পর্শকাতর অংশে হাত, আইনজীবীর নামে মামলা

যশোর প্রতিনিধি

প্রকাশিত: ১৬:২৬, ১৩ জুন ২০২৪

গালে চুমু ও স্পর্শকাতর অংশে হাত, আইনজীবীর নামে মামলা

ছবি : মেসেঞ্জার

'জড়িয়ে ধরে গালে চুমু ও শরীরের স্পর্শকাতর অংশে হাত দেয়ায়' যশোরের আইনজীবী সৈয়দ কবীর হোসেন জনির নামে আদালতে শ্লীলতাহানির মামলা হয়েছে। বুধবার (১২ জুন) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ মামলাটি করা হয়। 

মামলার বাদী হলেন যশোর জেলা মহিলা আওয়ামী লীগের মা ও শিশু বিষয়ক সম্পাদক। আদালতের বিচারক গোলাম কবির অভিযোগ তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী রুহিন বালুজ। আসামি অ্যাডভোকেট সৈয়দ কবীর হোসেন জনি জেলা আইনজীবী সমিতির সদস্য। তিনি অভয়নগর উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির আইন বিষয়ক সম্পাদক। 

মামলার অভিযোগে বলা হয়েছে, দলীয় কর্মী হিসেবে অ্যাডভোকেট সৈয়দ কবীর হোসেন জনির সঙ্গে বাদীর সুসম্পর্ক ছিল। জনি প্রায়ই তার বাড়িতে যেতেন। বাদীর পারিবারিক জমি সংক্রান্ত ঝামেলা থাকায় আইনগত পরামর্শ দেয়ার জন্য জনিকে অনুরোধ করেছিলেন।

১০ জুন সাড়ে ৮টার দিকে জনি তার বাড়িতে যান। তখন বাড়িতে কেউ ছিল না। আলোচনার একপর্যায়ে জনি হঠাৎ করে তাকে জড়িয়ে ধরে গালে চুমু ও শরীরের স্পর্শকাতর অংশে হাত দেন।

ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে গালিগালাজ করলে জনি দ্রুত ঘর থেকে বের হয়ে মোটরসাইকেলে করে চলে যান। এ ব্যাপারে থানায় মামলা করতে গেলে কর্তৃপক্ষের পরামর্শে তিনি আদালতে এ মামলা করেন। 

এদিকে, প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন অ্যাডভোকেট সৈয়দ কবীর হোসেন জনি।

মেসেঞ্জার/বিল্লাল/তারেক