ঢাকা,  মঙ্গলবার
১০ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

ময়মনসিংহে ট্রাকচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১১:২৫, ১৫ জুন ২০২৪

ময়মনসিংহে ট্রাকচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত

ছবি: সংগৃহীত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশা দুমড়ে-মুচড়ে দুই যাত্রী নিহত হয়েছেন।

শনিবার (১৫ জুন) ভোর সাড়ে ৬টার দিকে দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

জানা যায়, ভোর সাড়ে ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভরাডুরা এলাকায় ময়মনসিংহগামী ওই ট্রাকটি বিপরীতমুখী একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই দুই যাত্রীর মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে ভালুকা মডেল থানায় নেয়া হয়েছে।

মেসেঞ্জার/ফামিমা