ঢাকা,  মঙ্গলবার
২২ অক্টোবর ২০২৪

The Daily Messenger

বঙ্গবন্ধু সেতু‌তে পৌনে ৪ কো‌টি টাকা টোল আদা‌য়ের রেকর্ড

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল

প্রকাশিত: ১২:০৫, ১৫ জুন ২০২৪

বঙ্গবন্ধু সেতু‌তে পৌনে ৪ কো‌টি টাকা টোল আদা‌য়ের রেকর্ড

ছবি : মেসেঞ্জার

ঈদযাত্রায় এবছর স‌ব্বোর্চ সংখ‌্যাক বঙ্গবন্ধু সেতু দি‌য়ে প‌রিবহন পারাপার হ‌য়ে‌ছে। ফ‌লে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু‌ টোল আদা‌য়ে রেকর্ড সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। গেল ২৪ ঘন্টায় প‌রিবহন পারাপার হ‌য়ে‌ছে ৫৩ হাজার ৭০৮টি। এর বিপরী‌তে সেতুর টোলপ্লাজায় টোল আদায় হ‌য়ে‌ছে ৩ কো‌টি ৮০ লাখ ৬৩ হাজার ৪০০ টাকা। এটি স‌ব্বোর্চ সেতু‌তে টোল আদা‌য়ের হার ব‌লে জা‌নি‌য়ে‌ছে কর্তৃপক্ষ। 

এর আগে ২০২৩ সা‌লে ঈদযাত্রায় ২৭ জুন রাত ১২টার পর হ‌তে ২৮ জুন রাত ১২টা পর্যন্ত সেতুর উপর দি‌য়ে প‌রিবহন পারাপার হ‌য়ে‌ছিল ৫৫ হাজার ৪৮৮টি। বিপ‌রীতে সেতু‌তে টোল আদায় হ‌য়ে‌ছিল ৩ কো‌টি ৫৮ লাখ ৪০ হাজার ২০০ টাকা।

সেতু কর্তৃপক্ষ সূ‌ত্রে জানা গে‌ছে, বৃহস্প‌তিবার রাত ১২টার পর হ‌তে শুক্রবার (১৪ জুন) রাত ১২ টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু ২৪ ঘন্টায় ৫৩ হাজার ৭০৮টি প‌রিবহন পারাপারে টোল আদায় হ‌য়ে‌ছে ৩ কো‌টি ৮০ লাখ ৬৩ হাজার ৪০০ টাকা। এরম‌ধ্যে সেতুপূর্ব টোলপ্লাজা পার হ‌য়ে উত্তরব‌ঙ্গে গি‌য়ে‌ছে ৩৩ হাজার ২৫‌টি। এতে টোল আদায় হ‌য়ে‌ছে ২ কো‌টি ৬ লাখ ৪০হাজার টাকা এবং প‌শ্চিম টোলপ্লাজা পার হ‌য়ে ঢাকায় গি‌য়ে‌ছে ২০ হাজার ৬৮৩‌টি পরিবহন। এতে প‌শ্চিম‌ টোলপ্লাজায় টোল আদায় হ‌য়ে‌ছে ১ কো‌টি ৭৪ লাখ ২৩ হাজার ৪০০ টাকা। সেতু‌তে ২৪ ঘন্টায় যাত্রীবাহী বাস পারাপার হ‌য়ে‌ছে ১২ হাজার ৮৭১টি, ট্রাক ১০ হাজার ৭৬০‌টি, ছোট-বড় প‌রিবহন ১৯ হাজার ৮৭২‌টি এবং মোটরসাইকেল পার হ‌য়ে‌ছে ১০ হাজার ১০৫‌টি। 

বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, সর্বোচ্চ সেতু‌তে টোল আদা‌য়ে রেকর্ড সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। ঈদযাত্রার আরেও দুইদিন সেতু‌তে টোল আদায় হ‌বে। 

মেসেঞ্জার/দিশা