ঢাকা,  বৃহস্পতিবার
০৫ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

সোনাইমুড়ীতে সাড়ে ৪ হাজার ব্যক্তির মাঝে ভিজিএফের চাল বিতরণ

সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: ১৩:১০, ১৫ জুন ২০২৪

সোনাইমুড়ীতে সাড়ে ৪ হাজার ব্যক্তির মাঝে ভিজিএফের চাল বিতরণ

ছবি: মেসেঞ্জার

নোয়াখালীর সোনাইমুড়ী পৌরসভায় ৪ হাজার ৬শ হতদরিদ্র ব্যক্তির মাঝে ভিজিএফের চাউল বিতরণ করা হয়। 

শনিবার (১৫ জুন) সকালে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ১০ কেজি করে ভিজিএফের চাউল বিতরণ করেন পৌরসভার মেয়র ভিপি নুরুল হক চৌধুরী। 

সকালে পৌরসভার ২নং শিমুলিয়া ওয়ার্ডের কাউন্সিলর জিএস জাকির হোসেন লাতুর তত্ত্বাবধানে ৫০০ ব্যক্তির মাঝে চাউল বিতরণ করা হয়। এরপর ৮নং কাঁঠালি-বিজয়নগর ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র হাফেজ আবু বকর সিদ্দিক দুলালের তত্বাবধানে ৪৫০ জনের মাঝে উপহার বিতরণ করা হয়। 

বিতরণ কর্যক্রম নিয়ে সোনাইমুড়ী পৌরসভার মেয়র ভিপি নুরুল হক চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে সাধারণ মানুষের মাঝে ভিজিএফ বিতরণ করেছি। যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে ওয়ার্ডে ওয়ার্ডে উপহার পৌঁছে দেওয়া হয়।

মেসেঞ্জার/ইয়াকুব/শাহেদ