ঢাকা,  মঙ্গলবার
২২ অক্টোবর ২০২৪

The Daily Messenger

নাটোরে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল

নাটোর প্রতিনিধি 

প্রকাশিত: ২০:০৬, ১৭ জুন ২০২৪

নাটোরে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল

ছবি : মেসেঞ্জার

নাটোরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। ভোর থেকে দলে দলে মুসল্লিরা ঈদের নামাজ আদায় করতে ঈদগাহ মাঠে আসেন। এ সময় মুসল্লিদের ঢল নামে কেন্দ্রীয় ঈদগাহে।

সোমবার (১৭ জুন) সকাল ৭টায় ঈদের প্রথম জামাত কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। জামাতের ইমামতি করেন কান্দিভিটা জামে মসজিদের ইমাম মাওলানা গোলাম মোস্তফা। একই মাঠে সকাল পৌনে ৮টায় ঈদের দ্বিতীয় জামাতের ইমামতি করেন আলাইপুর মারকাজ মসজিদের ইমাম মওলানা মফিজুর রহমান।

পরে ঈদের জামায়াত ও খুতবা পাঠ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করেন- নাটোর সদর আসনের সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুল, জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা, নাটোর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম রমজান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুদুর রহমানসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।

এছাড়াও নলডাঙ্গা উপজেলার রামশাকাজীপুরে নিজ এলাকায়  ঈদুল আজাহার নামাজ আদায় করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটি--- চেয়ারপার্সনের উপদেষ্ট এ্যাডঃ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। জেলায় আরও ঈদুল আজহার নামাজ আদায় করেন নলডাঙ্গা হাট কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে, বাঁশিলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠ, কবুতবাটী কেন্দ্রীয় ঈদগাহ মাঠ, শহরের মল্লিকহাটি ঈদগাহ মাঠ, কেন্দ্রীয় জামে মসজিদ ঈদগাহ, নিচাবাজার মসজিদ ঈদগাহ, গাড়িখানা মসজিদ মাঠ, এনএস কলেজ ঈদগাহ মাঠ, বুড়া দরগার ঈদগাহ মাঠ, স্টেশন বাজার ঈদগাহ, চকবৈদ্যনাথ ঈদগাহ মাঠ, হরিশপুর ঈদ গাহ মাঠসহ বিবেক স্থানে বিভিন্ন স্থানে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে।

মেসেঞ্জার/দিশা