ছবি : মেসেঞ্জার
কুমিল্লার তিতাস উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করেছেন মো.মোয়াজ্জেম হোসেন মুন্সি। মঙ্গলবার (৯ জুলাই) বিকালে তিতাস প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে তিনি পদত্যাগ করেন।
মোয়াজ্জেম হোসেন মুন্সি তার পদত্যাগ পত্রে লিখিত বক্তব্যে উল্লেখ করেন, তিনি দীর্ঘদিন ধরে তিতাস উপজেলা বিএনপির রাজনীতির সাথে ওতোপ্রতভাবে জড়িত ছিলেন।
কিন্তু তার শারীরিক ও পারিবারিক সমস্যার কারণে তিনি তিতাস উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক পদসহ সকল পদ থেকে পদত্যাগ করেন এবং আজ থেকে তিনি আর বিএনপির কেউ না।
মেসেঞ্জার/সাগর/আপেল