ছবি: সংগৃহীত
কুমিল্লার বুড়িচংয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। বুধবার (১০ জুলাই) উপজেলার নবীয়াবাদ এলাকার উত্তরপাড়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
আহত যুবক মো. আল আমিন (২৮) ব্রাহ্মনপাড়া উপজেলার উত্তর তেতাঁভূমি আনন্দপুর এলাকার বাসিন্দা।
জানা যায়, নবীয়াবাদ এলাকাটি মাদক ও চোরাচালান প্রবণ এলাকা। সেখানে বুধবার রাতে বিএসএফের গুলিতে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। পরে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। বিএসএফ আল আমিনকে তিনটি গুলি করে। তার গলা ও বুকে গুলিবিদ্ধ হয়।
মেসেঞ্জার/ফামিমা