ঢাকা,  শনিবার
১৪ সেপ্টেম্বর ২০২৪

The Daily Messenger

কুমিল্লায় বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১১:২৭, ১১ জুলাই ২০২৪

কুমিল্লায় বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

ছবি: সংগৃহীত

কুমিল্লার বুড়িচংয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। বুধবার (১০ জুলাই) উপজেলার নবীয়াবাদ এলাকার উত্তরপাড়া সীমান্ত এলাকায় ঘটনা ঘটে।

আহত যুবক মো. আল আমিন (২৮) ব্রাহ্মনপাড়া উপজেলার উত্তর তেতাঁভূমি আনন্দপুর এলাকার বাসিন্দা।

জানা যায়, নবীয়াবাদ এলাকাটি মাদক চোরাচালান প্রবণ এলাকা। সেখানে বুধবার রাতে বিএসএফের গুলিতে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। পরে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। বিএসএফ আল আমিনকে তিনটি গুলি করে। তার গলা বুকে গুলিবিদ্ধ হয়।

মেসেঞ্জার/ফামিমা

×
Nagad