ঢাকা,  শনিবার
১৪ সেপ্টেম্বর ২০২৪

The Daily Messenger

চিলমারীতে শিক্ষার্থীদের বিক্ষোভ, ভূয়া ভূয়া স্লোগানে উত্তপ্ত কলেজ ক্যাম্পাস

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ১৮:১৪, ১৮ জুলাই ২০২৪

চিলমারীতে শিক্ষার্থীদের বিক্ষোভ, ভূয়া ভূয়া স্লোগানে উত্তপ্ত কলেজ ক্যাম্পাস

ছবিঃ মেসেঞ্জার

কোটা বৈষম্য নিরসনের একদফা দাবীসহ বাংলা ব্লকেড কর্মসূচিতে সারাদেশের বিভিন্ন স্থানে ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে কুড়িগ্রামের চিলমারীতে বিক্ষোভ মিছিল পুলিশি বাধার মুখে কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

সেখানেই ঘন্টাব্যাপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেলে বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নিয়ে উপজেলার চিলমারী সরকারী কলেজ মাঠে কয়েকশ শিক্ষার্থী সমবেত হলে প্রশাসন তাদের বাধা দেয়। 

উপজেলা নির্বাহী অফিসার মো.মিনহাজুল ইসলাম ও ওসি প্রাণ কৃষ্ণ দেব নাথ উপস্থিত থেকে শিক্ষার্থীদের কলেজ ক্যাম্পাসের বাইরে যেতে বাধা প্রদান করে। সেখানে প্রায় ঘন্টাব্যাপি বিক্ষোভ ও সমাবেশ করে সমবেত হওয়া সাধারন শিক্ষার্থীরা।

মেসেঞ্জার/রাফি/তারেক

×
Nagad