ছবি : মেসেঞ্জার
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের ঘোঘারকুটি গ্রামে চলতি আমন চাষ মৌসুমের আমন চাষী জমিতে বিদ্যুৎ চালিত সেচ পাম্পের মাধ্যমে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছে আজিজুল হক (৪০)। এ সময় আহত হয়েছে তার ছোটভাই নুরনবী হক (৩৫)।
ঘটনাটি ঘটেছে রোববার (২৮ জুলাই) সকালে ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের ঘোঘারকুটি গ্রামে। নিহত ও আহতরা ওই গ্রামের নুর ইসলাম মুন্সীর ছেলে বলে জানা গেছে।
নিহতের সম্পর্কের চাচাতো ভাই আমিনুল ইসলাম জানান, রোববার একটি আমনচাষী জমিতে সেচ দেয়ার জন্য আজিজুল হক ও তার ছোটভাই নুরনবী হক বাড়ির পাশ্ববর্তী একটি সেচ পাম্পের ঘরে যায়। তারা সেচ পাম্পটি চালু করার চেষ্টা করলে বিদুৎস্পৃষ্ট হয়।
এলাকাবাসী তাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ সময় নিহতের ছোটভাই নুরনবীকে আহত অবস্থায় ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। সে আশঙ্কামুক্ত বলে জানা গেছে।
এ ব্যাপারে স্থানীয় ইউপি মেম্বার মাসুদ রানা সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিদ্যুৎচালিত সেচ পাম্পটি চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন আজিজুল হক। এ সময় তার ছোট ভাই নুরনবী আহত হয়।
আমরা দুই ভাইকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আজিজুল হককে মৃত ঘোষণা করেন। তার ছোটভাই আহত হলেও সে এখন আশঙ্কামুক্ত রয়েছে।
মেসেঞ্জার/ইউনুছ/আপেল