ঢাকা,  শনিবার
১৪ সেপ্টেম্বর ২০২৪

The Daily Messenger

ফুলবাড়ীতে বেপরোয়া গতির সিএনজি উল্টে নিহত ১, আহত ৬

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৩৩, ৩১ জুলাই ২০২৪

ফুলবাড়ীতে বেপরোয়া গতির সিএনজি উল্টে নিহত ১, আহত ৬

ছবি : মেসেঞ্জার

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় গ্যাস চালিত সিএনজির বেপরোয়া গতিতে চলাচলে প্রতিনিয়ত হতাহতের ঘটনা ঘটছে। চালকদের বেপরোয়া গতি নিয়ন্ত্রণে পদক্ষেপ তাদের উপর প্রশাসনিক নজরদারি না হওয়ায় সিএনজি চালকদের দ্বারা হতাহতের ঘটনা অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় ফুলবাড়ী টু বড়বাড়ী পাকা সড়কের আছিয়ার বাজারে মঙ্গলবার সকালে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়। এতে ফুলবাড়ী উপজেলা সদরের মাষ্টার পাড়ার সাবেক ব্যবসায়ি সিএনজি যাত্রী জুলহাস হোসেন ওরফে জুলহাস পাগলা (৬২) নিহত হয়েছেন।

এতে সিএনজির ড্রাইভারসহ জন যাত্রী মোটারসাইকেল আরোহী সহ মোট জন আহত হয়।

এর মধ্যে মোটরসাইকেল আরোহী গাইবন্ধা জেলার সুন্দরগঞ্জ পৌরসভার ভোরাভায়াখাঁ গ্রামের লাল মোক্তারের ছেলে ছামিউল হক (৩২) গুরুতর আহত হয়েছে। তাকে এয়ার এ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠোনো হয়।

জানা গেছে, ফুলবাড়ী টু বড়বাড়ী পাকা সড়কের আছিয়ার বাজারে মঙ্গলবার সকালে ফুলবাড়ী বাজার থেকে ছেড়ে আসা বড়বাড়ী গামী একটি বেপরোয়া সিএনজি ফুলবাড়ী-বালারহাটগামী মোটরসাইকেল আরোহীকে মুখোমুখি ধাক্কা দেয়। এতে সিএনজির ড্রাইভারসহ জন যাত্রী মোটারসাইকেল আরোহীসহ মোট জন আহত হন।

আহতদের মধ্য থেকে জুলহাস হোসেন ওরফে জুলহাস পাগলাকে মোটরসাইকেল আরোহী ছামিউল হককে রংপুর মেডিকেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেলে জুলহাস হোসেন ওরফে জুলহাস পাগলা মারা যান।

অপর আহত মোটরসাইকেল আরোহী ছামিউল হকের অবস্থা আশঙ্কাজনক হলে তাকে এয়ার এ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠোনো হয়। সে এখনো আশঙ্কামুক্ত নন। তাকে আইসিইউতে রাখা হয়েছে বলে জানা গেছে।

ব্যাপারে ফুলবাড়ী থানার ওসি নওয়াবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সিএনজির বেপরোয়া গতির কারনে সড়ক দুর্ঘটনায় মঙ্গলবার একজনের প্রাণহানি কয়েকজন আহত হয়েছে। ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে।

ওসি নওয়াবুর রহমান আরও জানান, আমি আগামী এক সপ্তাহের মধ্যে ফুলবাড়ী উপজেলার সকল সিএনজি চালক, ইজিবাইক চালক অটোরিকশা চালকদের নিয়ে তাদের বেপরোয়া গতিরোধে সচেতনতামূলক আলোচনা করবো।

মেসেঞ্জার/ইউনুছ/আপেল

×
Nagad