ঢাকা,  সোমবার
১৬ সেপ্টেম্বর ২০২৪

The Daily Messenger

‘এক সঙ্গে এতো মরদেহ আর দেখিনি’

যশোর প্রতিনিধি 

প্রকাশিত: ২১:০৯, ৬ আগস্ট ২০২৪

‘এক সঙ্গে এতো মরদেহ আর দেখিনি’

ছবি : মেসেঞ্জার

যশোর শহরের চিত্রা মোড়ের তিন তারকা হোটেল জাবির ইন্টারন্যাশনালে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা ২৪ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে একজন বিদেশী (ইন্দোনেশিয়া) রয়েছেন। এর আগে যশোরবাসী এক সাথে এতো মরদেহ দেখেননি।

একের পর এক মরদেহ আসতে থাকায় দায়িত্বরত চিকিৎসক কর্মচারিরা অবাক হয়ে যান। মর্মান্তিক এই ঘটনায় যশোরে রীতিমতো শোকের ছায়া বিরাজ করছে।

যশোর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সহকারি পরিচালক এএম মামুনুর রশিদ (পিএসএম) জানান, হোটেল জাবির ইন্টারন্যাশনালে উদ্ধার অভিযান শেষ করা হয়েছে। একে একে ২৪ জনের মৃতদেহ উদ্ধার করে জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। আর জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে দুইজনকে।

তিনি বলেন, তিনি দেড় বছর আগে যশোরে যোগদান করেছেন। অনেক দুর্ঘটনাস্থলে টিম নিয়ে ছুটে গেছেন। এর আগে এক সাথে এতো লাশ আরউদ্ধার করেননি। একের পর পর মরদেহ দেখে তিনিসহ ফায়ার সার্ভিসের অনেক সদস্য চোখের পানি ধরে রাখতে পারেননি। সে এক হৃদয় বিদারক দৃশ্য। যা কোন ভাবেই তিনি ভুলতে পারছেন না।

এএম মামুনুর রশিদ (পিএসএম) আরও জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠনের বিষয়ে এখনো উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা আসেনি। কিভাবে আগুণ লাগানো হয়েছে তা তদন্ত ছাড়া বলা সম্ভব না।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন অর রশিদ জানান, মঙ্গলবার সকাল টা পর্যন্ত মর্গে ২১ জনের মৃতদেহ আসে। পরবর্তীতে আরও তিনজনের মরদেহ আনা হয়।

আকস্মিক এই অগ্নিকাণ্ডের ঘটনায় একাধিক প্রাণ নিভে গেলো। এর আগে যশোরে এক সঙ্গে এতো মানুষের মৃত্যুর ঘটনা আর ঘটেনি। হাসপাতালে একের পর এক মৃতদেহ আসতে থাকায় চিকিৎসক কর্মচারিরা হতবাক হয়ে যান।

ডা. হারুন অর রশিদ আরও জানান, মৃতদেহ মধ্যে এখনো জনের পরিচয় মেলেনি। পুড়ে অঙ্কার হওয়ায় তাকে চেনার উপায় নেই। তার লাশের ময়নাতদন্ত করা হবে। বাকি মরদেহগুলো ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, সোমবার ( আগস্ট) প্রধানমন্ত্রী থেকে শেখ হাসিনার পদত্যাগের খবর শুনে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা শহরে বিজয় মিছিল বের করেন। বিকেল প্রায় টার দিকে মিছিলটি চিত্রা মোড়ে পৌঁছালে মিছিলে ঘাপটি মেরে থাকা অজ্ঞাত দুর্বৃত্তরা হোটেল জাবির ইন্টারন্যাশনালে দুর্বৃত্তরা আগুন দেয়।

হোটেলটির মালিক যশোর - (কেশবপুরআসনের সাবেক সংসদ সদস্য   জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। আগুনে ২৪ জনের মৃত্যুর ঘটনায় গোটা যশোর শোকের ছায়া বিরাজ করছে।

মেসেঞ্জার/বিল্লাল/আপেল

×
Nagad