
ছবি : মেসেঞ্জার
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদদের আত্বার মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনায় কুমিল্লার মুরাদনগরের বড় মাদ্রাসায় দোয়ার আয়োজন করেছেন সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
বুধবার (৭ আগস্ট) সকাল ১১ টায় মুরাদনগর উপজেলা সদরের মুজাফফর উলুম মাদ্রাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে ভার্চুয়ালে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুরাদনগরের ৫ বারের সাবেক এমপি ও মন্ত্রী কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।
প্রধান অতিথির বক্তব্যে কায়কোবাদ বলেন, শিক্ষার্থীদের রক্ত ও ত্যাগের বিনিময়ে আমরা জালিম স্বৈরশাসকের কবল থেকে মুক্তি পেয়েছি। আমি আমার সকল শিক্ষার্থী ভাইদের প্রতি সম্মাননা জানাই। আহতদের সুস্থতা কামনা করছি। যারা শহীদ হলেন তাদের আত্নার মাগফিরাত কামনা করছি।
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন- আমরা জালিম স্বৈরশাসক থেকে মুক্তি পেয়েছি। মুরাদনগরের দল মত নির্বিশেষে সকলেই আমাদের কাছে নিরাপদ। কেউ কারো উপর হামলা করবেন না। কারো বাড়ি ঘর বা উপাসনালয়ে হামলা করবেন না।
উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইলিয়াছ। উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সৈয়দ মোস্তাক আহমেদ।
সদস্য সচিব মোল্লা মজিবুল হক। যুগ্ম আহবায়ক মো.কামাল উদ্দিন ভুইয়া। মুরাদনগর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ইউসুফ হাকিম সোহেল, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শাহ আলম, নজরুল ইসলাম ও ফারুক সরকার মজিব, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সোহেল আহমেদ বাবু উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ফারুক আহমেদ বাদশার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহবায়ক সোহেল সামাদ, সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এডভোকেট নাছির উদ্দীন আহমেদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয় উজ্জ্বল প্রমূখ।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের আত্নার মাগফিরাত কামনা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আন্দোলনে আহত ছাত্র-জনতার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুরাদনগর বড় মাদ্রাসার মুহতামিম ও হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সদস্য মুফতি আমজাদ হোসেন।
মেসেঞ্জার/খায়ের/আপেল