ছবি : সংগৃহীত
বঙ্গবন্ধু সেতু উদ্বোধনের পর থেকে এ পর্যন্ত সবচেয়ে কম যানবাহন পারাপার হয়েছে। এতে সেতু উদ্বোধনের পর থেকে টোল আদায়ও হয়েছে সবচেয়ে কম। বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল।
তিনি জানান, গত ৫ আগস্ট সবচেয়ে কম সংখ্যাক যানবাহন পারাপার হয়েছে। ফলে টোল আদায়ও কম হয়েছে। এদিন মাত্র পাঁচ হাজার ৫৩৪টি যানবাহনের বিপরীতে উভয় পাশের টোলপ্লাজায় টোল আদায় হয়েছে ৪৬ লাখ ৩১ হাজার ৫০ টাকা।
বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ থেকে জানা যায়, ১৯৯৮ সালের ২৩ জুন বঙ্গবন্ধু সেতু উদ্বোধনের পর থেকে গত ৫ আগস্ট সবচেয়ে কম সংখ্যক যান পারাপার হয়েছে।
এর আগে এনালগ পদ্ধতিতে টোল আদায় করাকালীন সময়েও এতো অল্প সংখ্যক যানবাহন পারপার হয়নি।
২০২২ সাল থেকে সেতু পারাপার ডিজিটাল করা হয়। ওই সময় থেকে টোল আদায় ও যান বাহনের সংখ্যা সেতু বিভাগের ওয়েবসাইটে নিয়মিত প্রকাশ করা হয়।
বাসেক’র বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল আরো জানায়, গত ৫ আগস্ট সেতুর পূর্বপ্রান্তের টোলপ্লাজায় দুই হাজার ৯১০টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয় ২৩ লাখ ৬২ হাজার ৮৫০ টাকা।
সেতুর পশ্চিম প্রান্তের টোলপ্লাজায় দুই হাজার ৬২৪টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয় ২২ লাখ ৬৮ হাজার ২০০ টাকা। যাহা সেতু উদ্বোধনের পর সংখ্যায় সবচেয়ে কম এবং টোল আদায়ে সর্বনিম্ন।
এর আগে ২১ জুলাই সেতুর উভয় টোলপ্লাজায় সাত হাজার ৩০৯টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয় ৫৮ লাখ ১০ হাজার ১০০ টাকা।
উল্লেখ্য: গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে বোন শেখ রেহনাকে নিয়ে দেশ ছেড়ে চলে যান আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনা।
মেসেঞ্জার/উজ্জল/আপেল