ছবিঃ মেসেঞ্জার
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের আমসা বাজার সংলগ্ন এলাকার বিজিবি সদস্য জিয়াউর রহমানের একমাত্র পুত্র সন্তান রাদীফ হোসেন রুশো একদফা আন্দোলনের মিছিলে অংশগ্রহণ করে লালমনিরহাটে অগ্নিকান্ডে প্রাণ হারিয়েছে।
সে লালমনিরহাট ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজের এসএসসি পাশ মেধাবী শিক্ষার্থী ও ঢাকা সেন্ট জোসেফ কলেজে এইচএসসিতে ভর্তিপ্রাপ্ত শিক্ষার্থী ছিল। (৬ আগস্ট) সে মিছিলে অংশগ্রহণের পর বাসায় না ফেরায় তারা বাবা বিজিবি সদস্য জিয়াউর রহমান তার ফেসবুক আইডিতে ছেলে নিঁখোঁজর ছবি পোস্ট করে।
এরপর লালমনিরহাটের আওয়ামী লীগ নেতা সুমন খানের পুড়ে ফেলা বাসভবন থেকে মেধাবী শিক্ষার্থী রাদীফ হোসেন রুশোসহ আরও ৬ শিক্ষার্থীর পুড়ে যাওয়া লাশ উদ্ধার করা হয়। বুধবার মেধাবী রাদীফ হোসেন রুশোর মরদেহ উদ্ধার ও পরে আইনিপ্রক্রীয়া শেষ হলে লালমনিরহাট থেকে এনে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
একসূত্রে জানা গেছে, আওয়ামী লীগ নেতা সুমন খানের বাসভবনের প্রথম তলায় অগ্নি সংযোগের ঘটনা ঘটলে শিক্ষার্থী রাদীফ হোসেন রুশোসহ ৬ শিক্ষার্থী বাসভবনটির উপরতলায় উঠে। এ সময় তারা একটি কক্ষে ঢুকে পড়লে স্বয়ংক্রীয়ভাবে কক্ষের দরজা বন্ধ হয়ে যায়। ৬ শিক্ষার্থী উপরের কক্ষে আটকা পড়েছে এটি চক্ষু আড়ালে ছিল।
এরপর নিচ তলার ভয়াবহ আগুন ভবনটির উপরতলায় গেলে আটকা পড়া রাদীফ হোসেন রুশোসহ ৬ শিক্ষার্থী আগুনে দগ্ধ হয়ে অকালে প্রাণ হারান। অকালে মেধাবী ৬টি তাজা প্রাণ অকালে ঝড়ে পড়ায় নিহতদের বাড়িতে বিরাজ করছে শোকের মাতম।
মেসেঞ্জার/আনন্দ/তারেক