ছবি : মেসেঞ্জার
বরিশাল নগরীর বঙ্গবন্ধু কলোনিসহ বিভিন্ন কলোনির উন্নয়ন নিয়ে স্টেকহোল্ডারদের সাথে গোলটেবিল অনুষ্ঠিত হয়।
বেসরকারী উন্নয়ন সংস্থা আভাস’র আয়োজনে বরিশাল প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি আমজাদ হোসাইন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আভাস’র নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল, ক্রিশ্চিয়ান এইড এর প্রতিনিধি প্রকল্প সমন্বয়কারী বিজয় বিশ্বাস। কেএফডব্লিউ ব্র্যাক সিবিএফ ও ক্রিশ্চিয়ান এইড এর সহায়তায় এই সভায় আভাস সাধারণ পরিষদ সদস্য, সাংবাদিক, কমিউিনিটি ওয়াচ গ্রুপ সভাপতি ও সদস্য এবং অবকাঠামো রক্ষণাবেক্ষণ কেয়ারটেকাররা উপস্থিত ছিলেন।
আরো উপস্থিত ছিলেন আভাস এর ডিরেক্টর ফান্ড রাইজিং এবং অডি, প্রকল্প ম্যানেজার আফরোজা বিলকিছ, প্রোগ্রাম অফিসার, টেনিক্যাল অফিসার, মনিটরিং অফিসার এবং কমিউনিটি মবিলাইজারা।
সভায় প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, কার্যক্রম এবং ফলাফল বিষয়ে আলোচনা করা হয়, আলোচনার মধ্যে ছিল ৬৩০ ফিট আরসিসি ড্রেন, ৬ চেম্বার বিশিষ্ট ১টি ইনক্লুসিভ ওয়াস ব্লক, ২ চেম্বার বিশিষ্ট ৪টি ইনক্লুসিভ লেট্রিন, ৩টি সোলারাইজড ওয়াটার পয়েন্ট রিজার্ভার এবং ২২টি হাত ধোয়া ও নিরাপদ পানি সংগ্রহ স্থান নির্মাণ করা, স্বাস্থ্য ও আইনী সেবা প্রদান, হেল্থ এ্যাওয়ারনেস সেশন, গম্ভীরা ও আউটরিস সেশন স্বাস্থ্য সুরক্ষায় সকলে সচেতন করা, আয়মূলক কার্যক্রমে যুবদের প্রশিক্ষণ প্রদান ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
কার্যক্রমের ফলে জলাবদ্ধতা দুর হয়েছে এবং উচু হাটার পথ তৈরি হয়েছে, উচু স্থানে স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন ব্যবহারের সুযোগ তৈরি হয়েছে এবং সকলে ব্যবহার করছে, উচু স্থানে ওয়াটার পয়েন্ট থেকে পানি সরবরাহ ও ওয়াটার কালেকশন পয়েন্ট থেকে পানি সংগ্রহের সুযোগ তৈরি হয়েছে এবং সকলে পানি সংগ্রহ করছে, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় করনীয় বিষয়ে ও স্বাস্থ্য সুরক্ষায় সকলে সচেতন হয়েছে, জলবায়ু সহনশীল কৃষি কাজ করায় উদ্ভুদ্ধ হয়েছে এবং কৃষি কাজ করছে, ক্ষুদ্র ব্যবসা করায় উদ্ভুদ্ধ হয়েছে এবং ক্ষুদ্র ব্যবসা করছে।
এছাড়াও প্রকল্পটির কার্যক্রম সুষ্ঠ ও সুন্দরভাবে বাস্তবায়ন পরবর্তী ভালো অনুশীলন, চ্যালেঞ্জ ও লানিং বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
মেসেঞ্জার/সাঈদ/আজিজ