ঢাকা,  শনিবার
১৪ সেপ্টেম্বর ২০২৪

The Daily Messenger

বরিশালে

আমাদের বাংলাদেশে শান্তি চাই শ্লোগানে মানববন্ধন 

বরিশাল ব্যুরো 

প্রকাশিত: ১৪:৪৭, ১২ আগস্ট ২০২৪

আমাদের বাংলাদেশে শান্তি চাই শ্লোগানে মানববন্ধন 

ছবি : মেসেঞ্জার

আমাদের বাংলাদেশে শান্তি চাই এই শ্লোগানে বরিশালে মানববন্ধন করেছে দূর্বার নেটওয়ার্ক নামের একটি সংগঠন।

বটতলা রাজু মিয়ার পুল এলাকায় এই মানববন্ধনের উপস্থিত ছিলেন দূর্বার নেটওয়ার্কের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাসিনা বেগম নিলা, বেসরকারী উন্নয়ন সংস্থা আভাস’র নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল, বরিশাল প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি আমজাদ হোসাইন মোল্লা, ক্রিশ্চিয়ান এইড এর প্রতিনিধি প্রকল্প সমন্বয়কারী বিজয় বিশ্বাস, ডিরেক্টর ফান্ড রাইজিং এবং অডি প্রকল্প ম্যানেজার আফরোজা বিলকিছ প্রমুখ।

মানববন্ধন থেকে দল, মত, ধর্মভিত্তিক আক্রমন, ধ্বংস ও লুটপাট বন্ধের আহ্বান জানানো হয়। 
 

মেসেঞ্জার/সাঈদ/আজিজ

×
Nagad