ঢাকা,  মঙ্গলবার
১৭ সেপ্টেম্বর ২০২৪

The Daily Messenger

পটুয়াখালীতে পুনরায় পুলিশের কার্যক্রম শুরু

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৫৩, ১২ আগস্ট ২০২৪

পটুয়াখালীতে পুনরায় পুলিশের কার্যক্রম শুরু

ছবি : মেসেঞ্জার

সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর সরকার প্রধানের দেশত্যাগের পর দেশের বিভিন্ন যায়গায় পুলিশের ওপর হামলা থানায় লুটপাটের ঘটনায় কর্মবিরতি ডাক দিয়ে কার্যক্রম বন্ধ থাকে পুলিশের।

সোমবার (১২ আগস্ট) সকাল থেকে পুলিশকে পুনরায় তাদের কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়।

সোমবার দুপুরে পটুয়াখালীর চৌরাস্তায় পরিদর্শনে আসেন পুলিশ সুপার মোঃ আবদুস ছালাম। এসময় তিনি সাংবাদিকদের বলেন, গতকাল রাত থেকেই আমাদের টহল টিম মাঠে কাজ করছে। আজ সকাল থেকে পূর্বের ন্যায় আমাদের কার্যক্রম শুরু করেছি। সাধারন শিক্ষার্থীরা দেশের আইন শৃঙ্খলা রক্ষায় এগিয়ে এসেছে তাতে দেশের শান্তি শৃঙ্খলা ফিরে এসেছে।

এসময় শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে পুলিশ সুপার বলেন, দেশের সংকটকালীন মুহূর্তে শিক্ষার্থীরা অনেক বড় ভূমিকা পালন করেছে। পুলিশের কোন বিরতি থাকা অবস্থায় দেশের আইনশৃঙ্খলা রক্ষায় অনেক বড় ভূমিকা পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা।

তিনি আরও বলেন, শিক্ষার্থীরা যদি আমাদের পাশে থেকে কাজ করতে চায়, আমরা তাদের স্বাগত জানাই। আমাদের ট্রাফিকের সাথে সমন্বয় করে শিক্ষার্থীরা যদি কাজ করে তাহলে আমাদের কোন অসুবিধা নেই।

মেসেঞ্জার/মানিক/আপেল

×
Nagad