ঢাকা,  মঙ্গলবার
১৭ সেপ্টেম্বর ২০২৪

The Daily Messenger

বরগুনায় ’উসসাস’ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৪২, ১২ আগস্ট ২০২৪

বরগুনায় ’উসসাস’ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

ছবি : মেসেঞ্জার

"সমৃদ্ধ জীবনের জন্য চাই সুস্থ পরিবেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রাণ, প্রকৃতি জীববৈচিত্র্য রক্ষায় সামাজিক বনায়ন সৃজন উপলক্ষ্যে "উপকূলীয় সূর্য সামাজিক সংস্থা' আয়োজনে বরগুনা সদর উপজেলা প্রশাসনের সহোযোগিতায় বরগুনায় বৃক্ষরোপণ কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়।

সোমবার (১২ আগষ্ট) সকাল সাড়ে ১১ টায় বরগুনার ভাড়ানি খালের পাড়ে শিক্ষাপ্রতিষ্ঠানে ঝাউ, ফুল ফলজ গাছ রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচীর শুভ উদ্বোধন করেন বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিম মিঞা।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আঃ হালিম, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি অ্যাড. সোহেল হাফিজ, উসসাস এর প্রধান নির্বাহী অলিউল্লাহ্ ইমরান, সাধারণ সম্পাদক সোহাগ হাওলাদার।

উদ্ভোধন কালে নির্বাহী কর্মকর্তা শামিম মিঞা বলেন, বৃক্ষ আমাদের জলবায়ূর ভারসাম্য রক্ষায় সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাদের উপজেলা প্রশাসনের সহোযোগিতায় এবং "উপকূলীয় সূর্য সামাজিক সংস্থা" (উসসাস) এই বৃক্ষরোপণ কর্মসূচীর আয়োজন করে। আজকে ভাড়ানি খালের পাড়ে ঝাউগাছ দারুলউলুম নেছারিয়া কামিল মডেল মাদ্রাসায় ফুল ফলজ গাছ লাগানো হয়েছে।

বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আঃ হালিম বলেন, গাছ আমাদের অক্সিজেন দেয়, প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের নিরাপদ রাখে, আমাদের দৈনন্দিন কাজে গাছের ব্যবহার অপরিহার্য। তাই "উসসাস'' এর বৃক্ষরোপণ কর্মসূচি প্রশংসনীয়।

টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি অ্যাড. সোহেল হাফিজ বলেন, আমাদের দেশে শতকরা পঁচিশ ভাগ বনাঞ্চল থাকার প্রয়োজন থাকলেও আছে সতেরো ভাগ। তাই ব্যাপক বৃক্ষরোপণ দরকার। অবস্থায় "উপকূলীয় সূর্য সামাজিক সংস্থা" (উসসাস) এর সৃজনশীল উদ্যোগকে সাধুবাদ জানাই।

'উসসাস' -এর প্রধান নির্বাহী অলিউল্লাহ্ ইমরান বলেন, "সমৃদ্ধ জীবনের জন্য চাই সুস্থ পরিবেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রাণ- প্রকৃতি জীববৈচিত্র্য রক্ষায় সামাজিক বনায়ন সৃজন উপলক্ষ্যে বরগুনার ভাড়ানি খালের পাড় শিক্ষাপ্রতিষ্ঠানে ফুল ফলজ গাছ রোপণ করে আমাদের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির শুভ সূচনা হলো।

বাংলাদেশে বনাঞ্চল কম হলেও সামাজিক সংস্থা ব্যাক্তি পর্যায়ে গাছ লাগানো বৃদ্ধি পাওয়ার ফলে মাথাপিছু গাছের সংখ্যা বাড়ছে। যা অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। বৃক্ষরোপণের কর্মসূচি সফল হলে আগামী প্রজন্মের জন্য বাংলাদেশ বাসযোগ্য হবে।

বৃক্ষরোপণকালে আরও উপস্থিত ছিলেন, বরগুনা দারুল উলুম নেছারিয়া কামিল মডেল মাদ্রাসার অধ্যক্ষ হারুনর রশীদ, ইংরেজি বিভাগের প্রভাষক কামাল হোসেন, "উপকূলীয় সূর্য সামাজিক সংস্থা' সিনিয়র সহ-সভাপতি মোঃ ইয়াকুব, সহ-সভাপতি সবুজ আহমেদ, সাধারণ সম্পাদক সোহাগ হাওলাদার, কার্যনির্বাহী সদস্য রাকিব মাহমুদ নিলয়, মোঃ রায়হান মাহদী, ''উসসাসে' সেচ্ছাসেবী টিমের সদস্য মাহদি ইসলাম সালমান, মোঃ রাব্বি, নিহাত মির, অনন্ত দাস, আবু সালেহ, নিরব, ইয়াসিন আরাফাত, ইসরাত জাহান রিতু, মারিয়া, ফাতিমা, তানজিলা প্রমুখ।

মেসেঞ্জার/হিমাদ্রি/আপেল

×
Nagad