ঢাকা,  রোববার
১৩ অক্টোবর ২০২৪

The Daily Messenger

ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবিতে চাটমোহরে মানববন্ধন

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৩০, ১৯ আগস্ট ২০২৪

ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবিতে চাটমোহরে মানববন্ধন

ছবি: মেসেঞ্জার

পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলমের অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। সোমবার দুপুরে পরিষদের সামনে এই বিক্ষোভ ও মানবন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

এ সময় বক্তারা বলেন, বিগত ইউপি নির্বাচনে ভোট চুরি করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন শাহ আলম। নির্বাচিত হওয়ার পর ক্ষমতার অপব্যবহার করে নানা অনিয়ম দুর্নীতি করা, বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের মামলাসহ বিভিন্নভাবে হয়রানি করেছেন। 

সাধারন মানুষের ভাতার কার্ডে টাকা নেয়া, চাঁদাবাজি, জমি দখলের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অবিলম্বে ইউপি চেয়ারম্যান শাহ আলমের অপসারণ দাবি করেন স্থানীয়রা। এ সময় বক্তব্য দেন, আবু হানিফ, জাহাঙ্গীর আলম, সোহেল, আকাশ সহ অনেকে।

মেসেঞ্জার/পবিত্র/শাহেদ