
ছবি: মেসেঞ্জার
শিক্ষার্থীদের তোপের মুখে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও অনিয়মের অভিযোগে জেলা প্রশাসন পরিচালিত রংপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মঞ্জুয়ারা পারভীন পদত্যাগ করেছেন।
বুধবার (২১ আগস্ট) বিকেল চারটায় তিনি বিভাগীয় কমিশনার বরাবর পদত্যাগ পত্র দাখিল করেন। মঞ্জুআরা বেগম গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সাবেক যুগ্ম সচিব আবুল কালাম আজাদের স্ত্রী এবং সাবেক সংস্থাপন মন্ত্রণালয়ের সচিব ফয়েজ আহমেদের বোন।
এর আগে বেলা বারোটা থেকে বিপুল পরিমাণ শিক্ষার্থী, অভিভাবক এবং সাবেক শিক্ষার্থী তার কার্যালয়ে ঘেরাও করে বিক্ষোভ করতে থাকেন। কিন্তু তিনি পদত্যাগ না করে বিভিন্নভাবে টালবাহানা শুরু করেন। একপর্যায়ে সেখানে আসে সেনাবাহিনী।
সেনাবাহিনীর সামনেই পারভীনের বিরুদ্ধে তার স্বামীর দাপট দেখিয়ে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম, দুর্নীতি ও আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন এবং অর্থ তছরূপের অভিযোগ তোলেন আন্দোলনকারীরা বিভিন্ন প্রমাণ পত্র উপস্থাপন করা হয়।
পরে শিক্ষার্থীদের তোপের মুখে ৪ ঘন্টা পর বিকেল চারটায় তিনি পদত্যাগ পত্রে সই করেন। সেখানে স্বেচ্ছায় ও স্বজ্ঞানে পদত্যাগ করার কথা বলা হয়। উপাধ্যক্ষকে অধ্যক্ষের দায়িত্ব পালনের কথাও লেখা হয় পদত্যাগ পত্রে।
ওই স্কুলের শিক্ষক আলতাব হোসেন জানান, আমি এবং ভাইয়ের দাপট দেখিয়ে স্কুলটিকে তিনি ব্যবসা বাণিজ্যের কেন্দ্রবিন্দু জানান। তার প্রতিহিংসার শিকার হয়ে অনেক শিক্ষক বেতন পর্যন্ত তুলতে পারেনি। এই ঘটনার মাধ্যমে কালেক্টরেট স্কুল এন্ড কলেজ রাহু মুক্ত হলো বলে মন্তব্য করেন তিনি।
স্কুলটির ব্যবস্থাপনা পর্ষদের সভাপতি অপুর বিভাগীয় কমিশনার জাকির হোসেনের সাথে এ বিষয়ে কথা বলার জন্য ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি। তবে জেলা প্রশাসনের একাধিক সূত্র জানিয়েছে মনজুয়ারর বিরুদ্ধে ওঠা সকল অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
মেসেঞ্জার/মান্নান/তারেক