ঢাকা,  শনিবার
১৯ জুলাই ২০২৫

The Daily Messenger

আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয় শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

মো. দ্বীন ইসলাম, মতলব (চাঁদপুর) প্রতিনিধি :   

প্রকাশিত: ১৫:৫৪, ১৯ জানুয়ারি ২০২৩

আপডেট: ১৫:৫৬, ১৯ জানুয়ারি ২০২৩

আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয় শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

চাঁদপুর মতলব উত্তর উপজেলার আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশে বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তোফায়েল আহমেদ।

‘শিক্ষক-অভিভাবকের সম্মিলিত শক্তি শিক্ষায় বয়ে আনবে সমৃদ্ধি ও মুক্তি’ এ স্লোগানকে সামনে রেখে চাঁদপুর মতলব উত্তর উপজেলার আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ে ২০২৩ সালে এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকালে কলেজ গভর্নিংবডি ও প্রভাষকম-লীর উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। অভিভাবক সভায় সভাপতির বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তোফায়েল আহমেদ।

শিক্ষার মানোন্নয়ন বিষয়ক অভিভাবক সভায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ তোফায়েল আহমেদ বলেন, পরিচালনা পর্ষদ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয়ে কাজ করতে হবে। শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের যেমন দায়িত্ব রয়েছে, তেমনি অভিভাবকদেরও দায়িত্ব রয়েছে। তাই অভিভাবকগণ সন্তানদের প্রতিভা অন্বেষণে নিবিড় পর্যবেক্ষণ ও তদারকি করতে হবে। এ সমাবেশের মাধ্যমে অভিভাবকদের চিন্তা-চেতনা, পরামর্শ ও অভিযোগ ভবিষ্যতে কলেজের শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি মনে করেন। 

শিক্ষার মান উন্নয়নে শিক্ষার্থীর অভিভাবকদের নিয়ে এ ধরনের সমাবেশ সত্যিকার অর্থে কলেজের লেখাপড়ার মানকে আরো এক ধাপ এগিয়ে নিতে গুরুত্বপূূর্ণ ভূমিকা পালন করবে। এ সময় প্রতিষ্ঠান প্রধান শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, তোমরা আগামী দিনের ভবিষ্যৎ। তোমাদের দিকে দেশ তাকিয়ে থাকবে। তোমরা এখান থেকে শিক্ষা নিয়ে এমন কিছু করো যাতে ভবিষ্যতে তোমরা তোমাদের নিজেদের ভবিষ্যৎ উজ্জ্বল করে একজন প্রকৃত ইমানদার মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারো।

এছাড়া অত্র কলেজের সৌন্দর্য বর্ধনের জন্য কলেজকে সুন্দর মনোরম সবুজ ক্যাম্পাস হিসাবে গড়ে তোলার অনন্য অবদান সরূপ কলেজের প্রতিষ্ঠাতা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম ও দাতা সদস্য ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যকারী কমিটির সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু’র প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন ও পরিবারবর্গের দীর্ঘায়ু কামনা করেন। 

প্র্রভাষক মো. এনামুল হক ও নেহেল আহম্মেদের যৌথ পরিচালনায় আরো বক্তব্য রাখেন বক্তব্য রাখেন, কলেজের পরিচালনা পর্ষদের সদস্য মো. বাদশা মিয়া, অভিভাবক প্রতিনিধি মো. মিজানুর রহমান, প্রভাষক মাকসুদা আক্তার, শিক্ষক প্রতিনিধি রাবেয়া বসুরি, প্রভাষক নাসির উদ্দিন, প্রভাষক মঞ্জুর আহম্মেদ, প্রভাষক আবুল কালাম আজাদ, প্রভাষক আব্দুল আজিজ প্রমুখ। সবার শুরুতে কুরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী খায়রুল বাশার, গীতা পাঠ করেন দুরন্ত ঘোষ। 

ডেইলি মেসেঞ্জার/এএইচএস