ঢাকা,  রোববার
১৩ অক্টোবর ২০২৪

The Daily Messenger

মৌলভীবাজারে বন্যার্তদের মাঝে জামায়াতের আমীরের ত্রাণ বিতরণ

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৮:২৫, ২৪ আগস্ট ২০২৪

মৌলভীবাজারে বন্যার্তদের মাঝে জামায়াতের আমীরের ত্রাণ বিতরণ

ছবি : মেসেঞ্জার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশকে উন্নয়নের রাজপথে তুলে এনেছেন, আপনারা দেশকে কানাডা সিঙ্গাপুর বানিয়েছেন।আমাদের ইতিহাস জ্ঞানে তো কখনো দেখি নাই, কানাডা সিঙ্গাপুর বানিয়ে এইভাবে কোন শাসক দোসরদের দেশ ছেড়ে পালিয়ে বেড়াতে হয়!

তিনি বলেন, আপনারা পালাবেন কেন? আমাদের নেতৃবৃন্দকে আপনার হত্যা করেছেন, আমাদের কোন নেতা দেশ ছেড়ে পালায়নি। এটি আমাদের বাবা দাদাদের দেশ। আমাদের কোন খালা-মাসির দেশ নেই। বাংলাদেশ আমাদের জন্ম মৃত্যুর চিরস্থায়ী ঠিকানা।

শনিবার (২৪ আগস্ট) দিনব্যাপী মৌলভীবাজারের কুলাউড়া, রাজনগর কমলগঞ্জ উপজেলার বন্যা কবলিত এলাকা ঘুরে দেখেন এবং মানুষের মাঝে ১৫ কেজি করে ফূডপ্যাক ত্রাণ হিসাবে প্রদান করেন।

এসময় প্রতিটি উপজেলার বিভিন্ন পয়েন্টে জেলা জামায়াতে ইসলামের উদ্দোগে পথ সভা অনুষ্ঠিত হয়।

সেখানে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারী জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য সিলেট মহানগরী আমীর মোঃ ফখরুল ইসলাম, মৌলভীবাজারের জেলা আমীর ইঞ্জিনিয়ার মোঃ শাহেদ আলী, জেলা সেক্রেটারি মোঃ ইয়ামীর আলী প্রমূখ।

 

আহমেদ ফারুক মিল্লাদ

মেসেঞ্জার/মিল্লাদ/আপেল