ঢাকা,  মঙ্গলবার
০৪ নভেম্বর ২০২৫

The Daily Messenger

হাতিয়ায় একাধিক মামলার আসামি নৌবাহিনীর হাতে গ্রেপ্তার

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৪৫, ২৫ আগস্ট ২০২৪

হাতিয়ায় একাধিক মামলার আসামি নৌবাহিনীর হাতে গ্রেপ্তার

ছবি : মেসেঞ্জার

নোয়াখালী হাতিয়ায় অভিযান চালিয়ে একাধিক মামলার আসামি হানিফ ডাকাতকে গ্রেপ্তার করেছে নৌবাহিনী।

রোববার (২৫ আগস্ট) দুপুরে হানিফ ডাকাতকে হাতিয়া থানায় হস্তান্তর করে হাতিয়ায় অবস্থানরত বাংলাদেশ নৌবাহিনী। এর আগে শনিবার দিবাগত রাতে তমরদ্দি ইউনিয়নের তমরদ্দি বাজার থেকে তাকে আটক করা হয়।

হানিফ ডাকাত (৩৫) হাতিয়ার তমরদ্দি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কাটাখালী গ্রামের মৃত মো: হাসানের ছেলে। হাতিয়া থানা সুত্র মতে, তার বিরুদ্ধে চুরি-ডাকাতি, জুয়া, নারী শিশু নির্যাতন সহ ১১টি মামলা রয়েছে।

নৌবাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে উপজেলার তমরদ্দি ইউনিয়নে অভিযান পরিচালনা করা হয়। এসময় তমরদ্দি বাজার থেকে তালিকাভূক্ত সন্ত্রাসী হানিফ ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে।

জিজ্ঞাসাবাদ শেষে রোববার (২৫ আগস্ট) দুপুরে তাকে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়। হাতিয়া দ্বীপের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সকল সন্ত্রাসী এবং দূষ্কৃতিকারীদের বিরুদ্ধে নৌবাহিনীর ধরণের অভিযান অব্যাহত থাকবে।

বিষয়ে হাতিয়া থানার ওসি (তদন্ত) জয়নাল আবেদীন বলেন, ডাকাত হানিফের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। এর আগেও তার বিরুদ্ধে হাতিয়া থানায় ১১টি মামলা রয়েছে।

মেসেঞ্জার/জিল্লুর/আপেল